Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুনে অবাক লাগছে? লাগাটাই স্বাভাবিক। দৃষ্টিশক্তিহীন মধ্যবয়সী মহিলারও সেটাই মনে হয়েছিল। প্রলাপ বকার শামিল। কিন্তু তা নয়। এটাই বাস্তব। তাঁর একটি দাঁতের জন্য তিনি ফিরে পেলেন চোখ।
২ চোখেই তিনি দেখতে পেতেন না। তাঁর দুনিয়ায় অন্ধকার ছাড়া আর কিছুই ছিলনা। এখন তাঁর দাঁত তাঁকে ফিরিয়ে দিয়েছে চোখের জ্যোতি। একটি চোখ দিয়ে দুনিয়াকে দেখার আনন্দ উপভোগ তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবেনা।
বিষয়টি কি? এটি আদপে একটি চোখের চিকিৎসা। যাতে যিনি দৃষ্টিহীন তিনি একটি চোখে দেখার সুযোগ পান সেজন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
পদ্ধতিটি হল ওই দৃষ্টিহীন মানুষটির একটি দাঁত তাঁর দাঁতের পাটি থেকে তুলে ফেলা হয়। তারপর সেই দাঁতে বসিয়ে দেওয়া হয় একটি কৃত্রিম প্লাস্টিক লেন্স। এবার সেটি প্রথমে তাঁর গালে বসানো হয়। থাকে ৩ মাস।
এই সময় গালে বসানোর পর সেখানে প্রয়োজনীয় টিস্যু তৈরি হয়। এবার সেটি পরে চোখে বসানো হয়। তবে শর্ত হল ওই মানুষটির রেটিনা এবং চোখের নার্ভ ঠিকঠাক থাকতে হবে।
এই পদ্ধতি কিন্তু নতুন নয়। এটি অনেক বছর ধরেই নানা দেশে ব্যবহার হয়েছে। অনেকে এভাবে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সেই পদ্ধতিতে দৃষ্টিশক্তি ফেরানো হল কানাডার এক মহিলার চোখে।
কানাডার ভ্যাঙ্কুভারে এই জটিল অপারেশন হয়েছে। তাঁর একটি দাঁত তাঁকে ফিরিয়ে দিল দৃষ্টি। এও কম পাওয়া নয়। খবরটি অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেককেই খবরটি অবাক করেছে।