নিজের দেশেই কোণঠাসা ইমরান খান , বিরুদ্ধে পাকিস্তানের ৮০ শতাংশ নাগরিক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নিজের দেশেই কোণঠাসা ইমরান খান । সম্প্রতি দেখা যাচ্ছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহী সে দেশের জনগণ। বিরোধীদের দাবি, ইমরান সরকার দেশের উন্নয়নের কথা না ভেবে শুধুই প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি ও যুদ্ধের পরিকল্পনা করছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মার্কেট রিসার্চ কোম্পানি , পাকিস্তানের সরকারের প্রতি সে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস সংক্রান্ত একটি সমীক্ষা চালিয়ে ছিল। সম্প্রতি, সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দেশের প্রায় ৮০% মানুষ ইমরান সরকারের ভূমিকায় অত্যন্ত বিরক্ত।

রিপোর্ট বলছে  প্রতিবেশী রাষ্ট্রে হিংসা ছড়ানোর জন্য পাকিস্তানে বহু জঙ্গি সংগঠনকে আশ্রয় দিয়েছে। যেমন জম্বু কাশ্মীরের পথ ধরে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ চালানোর চেষ্টা করে এছাড়াও সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী পাঠানো হয়। পাকিস্তানে ইমরান সরকারের এই বিতর্কিত পদক্ষেপের জেরে, সেদেশের মানুষের ইমরান সরকারের প্রতি বিরক্ত এমনই বলছে সদ্য প্রকাশিত রিপোর্ট।

আরো পড়ুন :- UN-এ ভারতের সমর্থনে বক্তব্য দিল মালদ্বীপ , মুখ পুড়লো চীন-পাকিস্তানের

পাকিস্তানের বিভিন্ন গ্রাম ও শহর এলাকা জুড়ে গত সেপ্টেম্বর মাসে একটি সমীক্ষা চালায় সংস্থা। সেখানে ১৮ বছরের ঊর্ধ্বে ৫০০ জন পুরুষ এবং ৫০০ জন মহিলার সঙ্গে কথা বলে তারা এই পৌঁছেছে যে, দেশের প্রায় ৮০% মানুষ পাক সরকারের বিরুদ্ধে। তাদের বক্তব্য যে ২০১৯ সালের পর থেকেই পাকিস্তানের অবনতি শুরু হয়েছে। তারা মনে করছেন দেশ যেভাবে অর্থনৈতিক ধ্বংসের মুখে পতিত হচ্ছে, তার জন্য ইমরান সরকার দায়ী। তাদের অনেকেই মনে করেন মুদ্রাস্ফীতি, দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণে কার্যত ব্যর্থ ইমরান প্রশাসন।

Highlights

1. নিজের দেশেই কোণঠাসা ইমরান খান

2. গত সেপ্টেম্বর মাসে একটি সমীক্ষা চালায় সংস্থা

#PAK #IMRAN

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন