Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে বুধের কৃপা বিভিন্ন ভাবে পড়তে শুরু করে মানবজীবনে। বুধের কৃপায় আর্থিক ভাগ্য থেকে ব্যবসা, সর্বত্র জোরালো প্রভাব পড়তে শুরু করে সকল ব্যাক্তির জীবনে। দেখে নেওয়া যাক, আসন্ন সময়ে কন্যায় বুধের গোচরের ফলে কোন কোন রাশির মানুষেরা লাভের মুখ দেখতে চলেছেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
দুর্গাপুজোর আর ৫০ দিনও বাকি নেই। তার আগে, ১ অক্টোবর রয়েছে বুধের গোচর। আর বুধের গোচরে দারুন লাভ পেতে চলেছেন একাধিক রাশি। বহু রাশিতেই পুজোর আগে ব্যাপক আর্থিক লাভ দেখা যেতে চলেছে। দেখে নেওয়া যাক, বুধের গোচরের কৃপায় আর্থিক লাভ কোন কোন রাশি পাবে —
১. কন্যা রাশি :- বুধের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছে। এই সময় আপনার ইচ্ছাগুলি পূরণ হবে। আপনার ব্যবসাতে আসতে পারে লাভ। আপনার মুনাফা হু হু করে বাড়তে থাকবে। আপনার কাজ, ব্যবসায় মন লাগবে। যাঁরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁরা পাবেন সুখের মুখ দেখতে।
২. মকর রাশি :- নিজের সমস্ত মনোষ্কামনা পূরণ হবে এই সময়। আপনার ভাগ্যোদয়ের সূচনা হয়ে থাকবে। সমাজে আপনার মান সম্মান বাড়তে থাকবে। অর্থ রোজগারের অনেক কয়টি সুযোগ সামনে আসতে চলেছে। নিজের ব্যবসা থাকলে আয় বাড়তে শুরু হতে পারে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন।
৩ মিথুন রাশি :- আর্থিক দিক থেকে আপনি দারুন লাভ পেতে পারেন এই সময় । আপনি গাড়ি ও বাড়ি পেতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে আপনি নিজের প্রতিভা দেখাতে পারবেন। আপনি ধনসম্পত্তি সংক্রান্ত নানান দিক থকে মানসম্মান পাবেন।
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)