নিপাট ভক্তি নাকি রাজনীতির রামায়ণ, রামনবমী ঘিরে রাজ্যজুড়ে এতো আড়ম্বরের কারণ কি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রামনবমীর সকালে রাজ্যের আকাশে শুধুই ধর্মীয় সুর ? নাকি তার আড়ালে লুকিয়ে রাজনীতির সূক্ষ্ম মোচড় ? ভগবান রামের নাম জপে এদিন রাজ্যজুড়ে শুরু হয় উৎসব, প্রভাতফেরি, শোভাযাত্রা, রামপুজো, প্রসাদ বিতরণ । কিন্তু এই ধর্মীয় আবহের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক বিভাজন, শাসক-বিরোধী তরজার নতুন পর্ব ।

রাজ্যের একাধিক জেলায় রামনবমী উপলক্ষে বড়সড় শোভাযাত্রার আয়োজন করে বিজেপি । হাতে গেরুয়া পতাকা, মুখে রাম নাম, তার মাঝেই দেখা যায় প্রথম সারির নেতাদের দৃপ্ত পদচারণা । অন্যদিকে, শাসকদলও পিছিয়ে নেই । কলকাতার বাগবাজারে হনুমান মন্দিরে সকাল সকাল হাজির রাজ্যের মন্ত্রী শশী পাঁজা । নিজের হাতে ফুল, বেলপাতা, তুলসীপাতা সাজিয়ে পুজো দেন তিনি । পুজোর শেষে সাধারণ মানুষকে বিলি করেন প্রসাদ-লাড্ডু ।

মন্ত্রী বলেন, “এই মন্দির খুব জাগ্রত । বহু মানুষ দূরদূরান্ত থেকে এখানে পুজো দিতে আসেন । আমি রামনবমীতে এসেছি, আবার আসব হনুমান জয়ন্তীতেও ।” একইসঙ্গে, নাম না-করে তিনি নিশানা করেন বিজেপিকে । বলেন, “রাম মানে আমাদের কাছে সীতারাম । এখানে কোনও প্রদর্শনের ব্যাপার নেই । আজকাল অনেক জায়গায় দেখি ডিজে, অস্ত্রের প্রদর্শন, মন্দির দখলের চেষ্টা । আমাদের পুজোয় এসব নেই, আছে শুধুই হৃদয়ের ভক্তি ।”

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

ETV BHARAT

নিজের হাতে ফুল, বেলপাতা দিয়ে পুজো শশী পাঁজার 

 

অন্যদিকে, ঠনঠনিয়া কালীবাড়ি থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় দেখা যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে । সেই মিছিলে হিন্দুদের পাশাপাশি পা মেলান মুসলিম সম্প্রদায়ের মানুষজনও । সম্প্রীতির বার্তা দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “কিছুদিন আগেই ঈদ গেল, আমরা গিয়েছিলাম সিমুই খেতে । আজ রামনবমী ৷ যার ধর্মীয় আচার সে পালন করছে, আবার শোভাযাত্রায় সব ধর্মের মানুষই হাঁটছেন । ধর্ম যার যার, উৎসব সবার ।”

তবে রামভক্তির ছায়াতেই কড়া আক্রমণ শানান তিনি । বলেন, “ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক । ওরা মেকি হিন্দু, ভেজাল হিন্দু । ধর্মকে ভোটের কাজে লাগায় । আমরা তা করি না । আমরা সত্যিকারের বিশ্বাসে শ্রদ্ধাশীল ।”

ETV BHARAT

কলকাতার বাগবাজারে হনুমান মন্দিরে শশী পাঁজা 

 

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তেও রামনবমীর শোভাযাত্রায় বেরিয়ে শাসকদলের দিকেই আক্রমণ শানাতে দেখা গিয়েছে বিজেপিকে ৷ সবমিলিয়ে এদিন রামের নামে ভক্তি যতটা, রাজনৈতিক উপস্থিতিও যেন ততটাই স্পষ্ট । কে কাকে ছাপিয়ে যাবে, সেটা ভবিষ্যতের বিষয় । কিন্তু আপাতত, রামনবমীর দিন রাজ্যের রাজনীতি জুড়েই ধরা দিল এক নতুন রামায়ণ ।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন