নিভৃতে নিরালয়ে সময় কাটাতে চান ? আপনার জন্য আদর্শ আস্তানা এই ৩ পাহাড়ি গ্রাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:– ঘুম ভাঙবে মেঘেদের দেশে। যে দিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। কুয়াশা কেটে গেলেই উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা। হেঁটে বেড়াবেন পাইনের বন। হোমস্টের পাশে জঙ্গলে দিনভর লেগে থাকবে পাখিদের আনাগোনা। আর যখন সন্ধে নামবে আকাশভর্তি মিটমিট করবে অসংখ্য তারা। দূরের পাহাড়ি গ্রামগুলো তখন আরও মায়াবি দেখাবে। এমন নিরালা-নিভৃতে হারিয়ে যেতে কালিম্পংই সেরা জায়গা। কম খরচে এবং অল্প দিনের ছুটিতে সময় কাটিয়ে আসতে পারেন কালিম্পংয়ে।

তানইয়ং

কালিম্পংয়ের সামালবংয়ের অন্তর্গত ছোট্ট পাহাড়ি গ্রাম তানইয়ং। পাহাড়ি নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসুন তানইয়ং-এ। এখান থেকে ঘুরে নিতে পারেন পানবু, সামাথার, কাফেরগাঁও, লোলেগাঁও, চারখোল ইত্যাদি জায়গা। নিউ জলপাইগুড়ি থেকে তানইয়ংয়ের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন তানইয়ং। সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকার জন্য সামালবংয়ে একাধিক হোমস্টে পেয়ে যাবেন।

চুইখিম

ছবির মতো সুন্দর গ্রাম চুইখিম। বাগরাকোট থেকে লাভা-লোলেগাঁও যাওয়ার পথে পড়ে চুইখিম। পাহাড়ে কোলে সবুজে মোড়া গ্রাম। দূর থেকে দেখে বোঝার উপায় নেই চুইখিমকে। বছর দুয়েক আগে বিশ্ব পর্যটন সংস্থার তরফে ‘সেরা পর্যটন গ্রাম’-এর শিরোপার দৌড়ে ছিল চুইখিমের নাম। ‘মডেল ভিলেজ’ হিসেবে বেছে নেওয়া হয় চুইখিমকে। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটারের পথ চুইখিম।

সন্তুক

রেলি নদীর তীরে এক লুকোনো গ্রাম সন্তুক। আপার ও লোয়ার গ্রাম নিয়ে তৈরি সন্তুক। এই গ্রামের চারপাশ ঘন সবুজ জঙ্গলে ঢাকা। অ্যাডভেঞ্চার ভালোবাসলে চলে আসতে পারেন সন্তুকে। এখানে নদীর তীরে যেমন ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে, তেমনই জঙ্গলের ভিতরে ট্রেকও করতে পারেন। এখানে হোমস্টের সংখ্যাও খুব কম। নিউ জলপাইগুড়ি বা কালিম্পং বাজার থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন সন্তুকে। নিউ জলপাইগুড়ি থেকে সন্তুকের দূরত্ব প্রায় ৮৮ কিলোমিটার।

আরও পড়ুন:- ১ অগস্ট থেকে UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন, আপনি জানেন তো?

আরও পড়ুন:- শুধু মহিলাদের নয়, এখন পুরুষদের জন্য গর্ভনিরোধক বড়ি ! কিভাবে খেতে হবে ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন