‘ নিয়োগ করতে চাই, কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না’, মন্তব্য মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

 ‘আমরা নিয়োগ করতে চাই। কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না’, বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের প্রাক্কালে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মমতা এদিন বলেন, ‘শিক্ষক পদে এখনও ৫৬ হাজার শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৩৫,৭২৬টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরও ২১ হাজার পদ খালি রয়েছে। আমরা নিয়োগ করতে চাই। কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না।’

মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আদালতকে দোষ দেব না। আমাদেরই মধ্যে কিছু কিছু লোক আছেন, তাঁদের জন্য এমন হচ্ছে। কত লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। যাঁরা চাকরি করতেন, যাঁরা ‘আনটেন্টেড’, তাঁদের জন্য আমরা ইতিমধ্যেই ভাবছি। তাঁদের কথা ভেবেই বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। আমাদের হাত-পা বাঁধা। কিন্তু আমরা তাঁদের সুযোগ দিচ্ছি, যাতে তাঁরা পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন।’

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয়। শিক্ষারত্ন পান ৭৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৩৯ জন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ২১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৩ জন ভোকেশনাল এবং আইআইটি বিষয়ক শিক্ষক। শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হওয়া ১৯ জন ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। ৩৮৭ জন কৃতীকে পুরস্কৃত করা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন