Bangla News Dunia, Pallab : নিয়োগ দুর্নীতি মালায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল সিবিআই ৷ চার্জশিটের একটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সুজয়কৃষ্ণ ভদ্রের থেকে ‘জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়’ 15 কোটি টাকা দাবি করেছিলেন ৷ অন্য একটি প্রসঙ্গে সিবিআই-এর দাবি তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন চাকরি বিক্রির নাম করে মোট একশো কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন ৷ অভিষেকের পাশাপাশি সেই টাকার ভাগ পাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
চার্জশিটের খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদের সরব হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী সঞ্জয় বসু ৷ এদিনই তিনি একটি প্রেস বিবৃতি প্রকাশ করে পাল্টা দাবি করেন, তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি এবং কয়েকটি সংবাদমাধ্যম ৷
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখানে দাবি করা হয়েছে, 2017 সালে সুজয়কৃষ্ণ ভদ্র বিভিন্ন এজেন্টদের কাছে থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, এই বিপুল টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন