নিয়োগ প্রক্রিয়ায় বিরাট বদল আনল মোদী সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ‘অগ্নিবীর’ নিয়োগ প্রক্রিয়ায় বদল আনল ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এবার থেকে অগ্নিবীর হিসেবে সেনায় যোগ দিতে হলে Common Entrance Examination দিতে হবে। CEE উত্তীর্ণদের নেওয়া হবে ফিটনেস টেস্ট। সবশেষে মেডিক্যাল পরীক্ষা নেবে সেনা। ইতিমধ্যেই সেনার তরফে এই নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সূত্রের খবর, চলতি মাসের মাঝামাঝি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করবে প্রতিরক্ষা মন্ত্রক। চলতি বছরের এপ্রিলে অগ্নিবীর নিয়োগের জন্য প্রথম CEE নেওয়া হতে পারে।

পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। দেশের প্রায় ২০০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে আগেও CEE নেওয়া হোত। তবে সেটা সেটা ছিল সর্বশেষ পরীক্ষা। যা এবার থেকে একেবারে প্রথমে নেওয়া হবে।
সেনা সূত্রে খবর, ‘অগ্নিবীর’ হিসেবে জীবন শুরু করার জন্য বিশাল সংখ্য়ক যুবক-যুবতী আবেদনপত্র পাঠাচ্ছেন। আগের নিয়ম অনুযায়ী, প্রথম তাঁদের ফিটনেস টেস্ট নেওয়া হোত। তারপর হোত মেডিক্যাল পরীক্ষা। এই দু’টিতে যাঁরা নির্বাচিত হতেন, তাঁদের দিতে হোত CEE।

কিন্তু, এই পদ্ধতিতে সেনায় যোগ দিতে ফিটনেস টেস্টে আসতেন বিশাল সংখ্যক যুবক-যুবতী। তাঁদের সামলাতে রীতিমতো হিমসিম খেতে হোত সেনাকর্মী ও অফিসারদের। সেই কারণেই এবার থেকে প্রথমে CEE টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এতে ভিড় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সেনা কর্তাদের একাংশ।

চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে নৌসেনার ‘অগ্নিবীর’-রা অংশ নিয়েছিল। বর্তমানে সেনার ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ চলছে মহারাষ্ট্রের নাসিকের Artillery Training Centre-এ। এটাই অগ্নিবীর-দের প্রথম ব্যাচ। এই ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন আড়াই হাজারের বেশি যুবক-যুবতী। আগ্নেয়াস্ত্র চালানো ছাড়াও প্রযুক্তিগত সহকারী, রেডিও অপারেটর ও গাড়ির চালক হিসেবে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনা।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন