Bangla News Dunia , পল্লব : সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া বাজেটে নতুন কর কাঠামোকেই প্রধান কর ব্যবস্থায় পরিণত করা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যা সরাসরি মধ্যবিত্তের পকেটে প্রভাব ফেলতে পারে। বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন, “এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত, কৃষকসহ উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় সমাজের সকল অংশের স্বপ্ন পূরণ করবে।” অর্থনীতিবিদরাও বলছেন, এই বাজেটে অবশেষে মধ্যবিত্তের কথা শোনা হয়েছে।
নতুন কর ব্যবস্থা চালু করেছিল মোদী সরকার। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এখন থেকে এই নতুন কর ব্যবস্থাই হবে দেশের প্রধান কর ব্যবস্থা। তবে কেউ চাইলে পুরোনো ব্যবস্থাতেও কর দিতে পারেন।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
বেতনভোগীদের জন্য বিদ্যমান আয়কর কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থায় যারা কর দেবেন, এখন থেকে তাদের করমুক্ত বার্ষিক আয়ের পরিমাণ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে।
নয়া কর কাঠামো
কর কাঠামো সংস্কারের পর –
– ০ থেকে ৩ লক্ষ টাকা অবধি উপার্জনে আয়কর – ০
– ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা অবধি উপার্জনে আয়কর – ৫ শতাংশ
– ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা উপার্জনে আয়কর – ১০ শতাংশ
– ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা উপার্জনে আয়কর – ১৫ শতাংশ
– ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা উপার্জনে আয়কর – ২০ শতাংশ
– ১৫ লক্ষ টাকার বেশি উপার্জনে আয়কর – ৩০ শতাংশ
সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সর্বোচ্চ আমানতের পরিমাণ বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, “প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পটিতে সর্বোচ্চ আমানতের পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হবে।”
অন্যতম জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প আমানতের সীমাও বাড়ানো হয়েছে। একক অ্যাকাউন্টধারীরা আগে যেখানে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা জমা রাখতে পারতেন, বর্তমানে তার জায়গায় ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। আর যৌথ অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতের পরিমাণ ৯ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
এমএসএমই-গুলিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এদিন বাজেট বক্তৃতার সময় মাইক্রো, স্মল, এবং মিডিয়াম এন্টারপ্রাইজ বা এমএসএমই সেক্টরের জন্য ক্রেডিট গ্যারান্টি প্রকল্পকে ফের চালু করার জন্য তিনি ৯,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন।
আবাসিক সম্পত্তিতে বিনিয়োগ করা হলে, দীর্ঘমেয়াদী মূলধনী লাভের উপর আয়কর আইনের ৫৪ এবং ৫৪-র ঙ ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। বাজেট ২০২৩-এ এই দুই ছাড়কেই সর্বোচ্চ ১০ কোটি টাকায় বেঁধে দেওয়া হয়েছে।
বেসরকারী কর্মচারীরা অবসরের সময়ে জমে থাকা ছুটির বদলে যে অর্থ পান, তার উপর যে কর ছাড় দেওয়া হয়, তার সীমাও বাড়ানো হয়েছে। ২০০২ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের সময় শেষ বার এই সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় দেশের সর্বোচ্চ বেতন ছিল প্রতি মাসে ৩০,০০০ টাকা। কর ছাড়ের সীমা নির্ধারণ করা হয়েছিল ৩ লক্ষ টাকা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর