নির্মীয়মাণ বাড়ির নীচে খেলতে গিয়ে বিপত্তি ! কংক্রিটের ঢালাই ধসে মৃত্যু ২ নাবালকের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নির্মীয়মাণ বাড়ির নীচে খেলতে গিয়ে বিপত্তি! কংক্রিটের ঢালাই ধসে মৃত্যু হল ২ নাবালক বন্ধুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি (Kandi) মহকুমার অন্তর্গত ভরতপুর এলাকায়। মৃত দু’জনের নাম সঞ্জু মাঝি (১০) ও আদিত্য বাগদি(৮)।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, আদিত্য তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করত। আর সেই সূত্রে মামার বাড়ির পাশের প্রতিবেশী বালক সঞ্জুর সঙ্গে তার বন্ধুত্ব হয়। দু’জনে একসঙ্গে স্কুল ছুটির পর, নির্মীয়মাণ বাড়ির নীচে খেলছিল। কিছু বুঝে ওঠার আগেই আচমকা কংক্রিটের ঢালাই ধসে পড়ে। আর তাতেই বিপত্তি। ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহুকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন