নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ! নিতে পারেন শপথ, শুরু জল্পনা

By Bangla News Dunia Dinesh

Published on:

অশান্ত নেপাল (Nepal Protest)। পড়শি দেশে প্রধানমন্ত্রী (PM) পদ থেকে কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর কার হাতে উঠবে দেশের দায়িত্বভার তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতিমধ্যে বেশকিছু নাম নিয়ে চর্চা হলেও সূত্রের খবর, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (Sushila Karki) শুক্রবার দুপুর নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। প্রাক্তন বিচারপতি ‘এভারেস্টের দেশের’ দায়িত্ব নেওয়ার পর শান্তি কি ফিরবে? উত্তর খুঁজছে নেপালবাসী।  

সূত্র মারফৎ জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রাষ্ট্রপতির বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ও সুশীলা কার্কি। সেখানেই অন্তর্বর্তী সরকারের প্রধান পদে দায়িত্ব গ্রহণে রাজি হন সুশীলা। শুক্রবার দুপুরে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে আরও একপ্রস্থ বৈঠক হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে। সেখানে থাকবেন সেনাপ্রধান অশোক রাজ সিগদেল, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত এবং সিপিএন-এর নেতারা থাকবেন। রাষ্ট্রপতির পৌরহিত্যেই এই বৈঠক টি হবে।

২০১৭ সালে নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন সুশীলা কার্কি। ভারতের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি পড়াশোনা করেছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করছিলেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন