যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। কিছুক্ষণ আগেই নেপালের রাষ্ট্রপতির কার্যালয় সুশীলা কার্কির নাম ঘোষণা করেছে। জেন-জেড বিক্ষোভকারীদের প্রতিনিধি, নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এবং সেনাপ্রধান অশোকরাজ সিগডেলের মধ্যে আলোচনায় ঐকমত্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৫২ সালের ৭ জুন সুশীলা কার্কি জন্মগ্রহণ করেন নেপালের বিরাটনগরে ৷ এই জায়গাটি ভারত সীমান্তের কাছেই অবস্থিত৷ পরিবারের সপ্তম সন্তান সুশীলা ১৯৭৯ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন৷ ২০০৯ সালে অস্থায়ী বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে যোগ দেন৷ পরের বছর মানে ২০১০ সাল থেকে স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন৷ আরও পরে ২০১৬ সালের জুলাইয়ে তিনি দেশের ২৪ তম প্রধান বিচারপতির পদে নিযুক্ত হন৷ তিনিই ছিলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ৷ এই প্রথম কোনো মহিলা নেপালের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। বলে জানা গেছে। সুশীলার নেতৃত্বে আজই অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠক হবে বলে জানা গেছে।