নেপালে নির্বাচন কবে ? অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসতেই ঘোষণা দিনক্ষণ 

By Bangla News Dunia Dinesh

Published on:

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী (Interim PM) হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি (Sushila Karki)। গত শুক্রবার রাতে শপথগ্রহণ করেছেন তিনি। আর সুশীলার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করে দেওয়া হল নেপালের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ (Nepal)। জানা গিয়েছে, আগামী ৫ মার্চ প্রতিবেশী দেশটিতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন (Poll)।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সি সুশীলা। দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতিও তিনিই। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত এক বছরের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন সুশীলা। শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল তাঁককশপথবাক্য পাঠ করান। ওই অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, উচ্চপদস্থ সরকারি আধিকারিক, নিরাপত্তা বাহিনীগুলির শীর্ষ আধিকারিক ও বিদেশি কূটনীতিকেরা অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সুশীলার সুপারিশে রাষ্ট্রপতি পালার্মেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন করেন। এরপরই জানিয়ে দেওয়া হয় নির্বাচনের দিনক্ষণ। তবে নেপালের বেশ কয়েকটি রাজনৈতিক দল পালার্মেন্ট ভেঙে দেওয়া নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’, ‘স্বেচ্ছাচারী’ এবং গণতন্ত্রের জন্য একটি ‘বড় ধাক্কা’ বলে উল্লেখ করে তীব্র সমালোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির অভিযোগে বিদ্ধ কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল নেপালের যুবসমাজ বা জেন জেড। অবশেষে চাপের মুখে পড়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। এরপর দেশের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে বেশ জল্পনা চলছিল। এনিয়ে বুধবার ৫ হাজার যুব আন্দোলনকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাষ্ট্রপতি পৌড়েল এবং সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। সেখানেই আন্দোলনকারীদের তরফে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে যুব আন্দোলনকারীরা। এই প্রস্তাবের পর্যাপ্ত সমর্থন পাওয়ার পর মিলে যায় রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জেনারেলের অনুমোদনও। আগামী কয়েকদিনের মধ্যে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন