নেপালে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে ; নিহত ১৬, আহত শতাধিক !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

নেপালে সরকারি নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন–জির নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে সহিংসতা বেড়ে অন্তত ১৬ জন নিহত হয়। কারফিউ অমান্য করে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ।

সম্প্রতি দেশটিতে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সোস্যাল মিডিয় প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্তের এর পরই তরুণরা বিক্ষোভ শুরু করে। সোমবার অনলাইন প্রতিবাদ রাস্তায় রূপ নেয়। সংসদ ভবনের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত ও ১০০-এর বেশি আহত হয়েছেন।

নেপাল সরকার ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স বন্ধ করেছে। বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও জলের বোতল নিয়ে প্রতিরোধ করছেন এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। পার্লামেন্ট ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের আশপাশে কারফিউ জারি করে দিয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন