নোট বাতিল বৈধ ! সুপ্রিম রায়ে বড় জয় মোদী সরকারের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi

Bangla News Dunia , পল্লব : নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল, ২০১৬ সালে নেওয়ার সরকারের নোটবন্দির সিদ্ধান্ত বাতিল করা যাবে না। এক হাজার এবং পাঁচশো টাকার নোট রাতারাতি বাতিল করে দেওয়ার সিদ্ধান্তে কোনও সমস্যা ছিল না। এই সিদ্ধান্ত বহাল থাকবে। নোটবন্দির সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই এদিন এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। ফলে নতুন বছরের শুরুতেই ফের একবার বড় জয় মোদী সরকারের।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

শীর্ষ আদালতের বিচারপতি এস এ নজিরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিন বেঞ্চ নোটবন্দি মামলায় রায় ঘোষণা করে। এই মামলায় দু’টি পৃথক রায় ঘোষণা করা হয়। বিচারপতি আবদুল নজিব, বিচারপতি বিআর গবাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রাহ্মণ্যম এবং বিচারপতি বিবি নাগরত্নার সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, ২০১৬ সালে নোটবন্দি নিয়ে জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই। নোট বাতিলের আগে কেন্দ্রীয় সরকার এবং RBI-র মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যুক্তিসঙ্গত কারণ ছিল বলেই মনে করা হচ্ছে। কোনও স্বৈরাচারী মতবাদের দ্বারা সিদ্ধান্ত প্রভাবিত হয়নি।

নোটবন্দি নিয়ে সরকারের তাড়াহুড়ো এবং পরিকল্পনাহীন সিদ্ধান্তের যে অভিযোগ বিরোধিরা তুলেছিল, তা কার্যত সুপ্রিম কোর্টের এই রায়ে খারিজ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। যদিও পাঁচজনের মধ্যে এক বিচারপতি কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সিদ্ধান্ত সঠিক নয় বলে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করেছেন। তাঁর দাবি, আরবিআই মনে করলে অবশ্যই নোটবন্দি করতে পারে, তবে কেন্দ্রীয় সরকারের তাতে হস্তক্ষেপ করা উচিত হয়নি।

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ তুঘলকি বলেই দাবি করেছিল বিরোধিরা। এদিকে, এই সিদ্ধান্তকে বৈপ্লবিক আখ্যা দিয়েছিল BJP। যদিও সরকারের এই একটা সিদ্ধান্তে রাতের ঘুম উড়ে গিয়েছিল বহু মানুষের। বাতিল নোট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন