বারবার নিজেকে শান্তির দূত দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার আজও অধরা। অথচ সেই নোবেলকে ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি।
এদিকে সম্প্রতি ট্রাম্পের নির্দেশে চলতি মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সেই সময় দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাহলে কী ট্রাম্পের ভয়ে নোবেল ভাগ করতে বাধ্য হলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো? এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে গিয়ে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পের হাতে তুলে দেন। দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাতেই এই ঘটনা ঘটে যায়। এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
এরিমধ্যে ট্রাম্প এক পোস্টে দাবি করেন, তাঁর কাজের স্বীকৃতি হিসেবেই মারিয়া কোরিনা মাচাদো তাঁকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। পোস্টে তিনি লেখেন, এটি পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য উদাহরণ। মারিয়াকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
যদিও নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট বিবৃতিতে জানিয়ে দিয়েছে
একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না।”














