Bangla News Dunia, Pallab : বর্তমানে জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর জেলবন্দি থাকাকালীনই তাঁর নাম মনোনীত করা হল নোবেল শান্তি পুরস্কারের জন্য। সূত্রের খবর, ‘মেম্বারস অফ দ্য পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স’ নামের একটি মানবাধিকার সংগঠন দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বিশেষ ভূমিকা পালনের জন্য ইমরানের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করে। গত বছর ডিসেম্বরে গঠিত এই সংগঠনের সঙ্গে নরওয়ের একটি রাজনৈতিক দ্ল পারটেইট স্যানট্রামের যোগসূত্র রয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও ইমরানের নাম মনোনীত হয়েছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
এই প্রসঙ্গে ওই সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রয়েছে ইমরান খানের। সেই অবদানকে স্বীকৃতি দিতেই নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হল।’ প্রসঙ্গত, প্রতি বছরই এমন শতাধিক নাম জমা পড়ে নরওয়ের নোবেল কমিটির কাছে,এবছরও তাই হল। এর ৮ মাস বাদে তুল্যমুল্য বিচারের পর বেছে নেওয়া হবে এবছরের নোবেল শান্তি পুরষ্কার প্রাপককে।