ন্যূনতম মাধ্যমিক পাশে ITBP তে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : Indo-Tibetian Border Police (ITBP) এর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্প্রতি সামনে এসেছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ITBP এর কনস্টেবল পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা।

মূলত তার জন্যই আমরা এই প্রতিবেদনে আইটিবিপি তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করেছি, যেটা পড়লে আপনারা খুব সহজেই এখানে আবেদন করে ফেলতে পারবেন চাকরির জন্য। চলুন তাহলে সমস্ত বিস্তারিত তথ্যটা এবার একটু দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

নিয়োগকারী সংস্থা : Indo-Tibetian Border Police (ITBP)

পোস্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি ITBP এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 04.03.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

ITBP এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল (জেনারেল ডিউটি), স্পোর্টস কোটা পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : উল্লেখিত বৌদি আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি খেলাধুলায় জাতীয় বা রাজ্য পর্যায়ে অংশগ্রহণের প্রমাণপত্র থাকতে হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মূলত তার জন্য যে সমস্ত সংরক্ষত শ্রেণীর প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবেন।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন পাবেন।

আরো পড়ুন : স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যার জন্য সেরা হোমিওপ্যাথিক প্রতিকার !

মোট শূন্যপদ (Total Vacancy) :

ITBP এর উল্লেখিত এই নোটিশ অনুসারে এখানে মোট শূন্যপদ রয়েছে 133টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। তার জন্য চাকরিপ্রার্থীদের আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিংকে ক্লিক করতে হবে প্রথমে। তারপর সেখানে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম কি যাবতীয় চামচ রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেখানে এপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়েছে আর মিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের PST পরীক্ষা, DME পরীক্ষা, ডকুমেন্টস্ ভেরিফিকেশন, খেলাধুলার দক্ষতা পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

এখানে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যে সমস্ত Gen, OBC এবং EWS শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য 100 টাকা আবেদন মূল্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া আর অন্য কোনো শ্রেণীর প্রার্থীর আবেদন মূল্য এখানে প্রয়োজন পড়বে না।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) : চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আগামী 02.04.2025 তারিখে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন