পঞ্চায়েত বিকেন্দ্রীকরণে দেশের সেরা মমতা’র বাংলা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্র যখন 100 দিনের কাজ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ রেখে রাজ্যকে বঞ্চিত করছে, ঠিক সেই সময়েই ‘স্টেটাস অব ডিভলিউশন টু পঞ্চায়েতস ইন ইন্ডিয়া–2024’ রিপোর্ট পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম ‘উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন’ রাজ্য হিসেবে চিহ্নিত করেছে।

ভারতীয় জন প্রশাসন ইনস্টিটিউট (IIPA) দ্বারা প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, 6টি প্রধান সূচকের ওপর ভিত্তি করে গঠিত সম্মিলিত ডিভলিউশন ইনডেক্স (DI)-এ পশ্চিমবঙ্গের স্কোর 56.52, যা জাতীয় গড়ের (43.89) তুলনায় অনেকটাই বেশি।

এই সূচকে পশ্চিমবঙ্গকে পিছনে ফেলেছে ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ওড়িশাকে ৷ যাদের স্কোর 50 শতাংশের ওপরে থাকলেও পশ্চিমবঙ্গের তুলনায় কম। অন্যদিকে, বিহার, অসম, সিকিম ও উত্তরাখণ্ড 40-50 শতাংশ স্কোর নিয়ে মধ্যমস্তরে রয়েছে।

রাজনৈতিক কারণে বঞ্চনার অভিযোগ রাজ্যের

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এই বিষয়টিকে সামনে রেখে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তীব্রক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রিপোর্ট প্রমাণ করে যে, কেন্দ্র পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে বঞ্চিত করছে ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর থেকেই 100 দিনের কাজের অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ অথচ তার আগে আমরা চারবার এই প্রকল্পের জন্য দেশের সেরা পুরস্কার পেয়েছি। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রতিষ্ঠান ও স্বচ্ছতা রিপোর্টে উচ্চ প্রশংসিত হয়েছে।”

মন্ত্রী আরও দাবি করেন, যদি পর্যাপ্ত জনবল নিয়োগ করা যেত, তাহলে রাজ্যের স্কোর 60 শতাংশেরও বেশি হতে পারত। কিন্তু ওবিসি (OBC) নিয়োগ সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে ৷

আরও পড়ুন:- পঞ্চায়েত প্রধান বাংলাদেশি নাগরিক, জানুন কোন জালিয়াতি সামনে এলো

গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড ও পঞ্জাবের পাশাপাশি অরুণাচল প্রদেশ, মণিপুর এবং আন্দামান-নিকোবর, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, জম্মু-কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ ও পুদুচেরি’র মতো কেন্দ্রশাসিত অঞ্চল এই সূচকে নিম্নমানের স্কোর পেয়েছে।

7 বছর পর পঞ্চায়েত বিকেন্দ্রীকরণ নিয়ে কেন্দ্রীয় সমীক্ষা

পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সাত বছর পর এই সমীক্ষার দায়িত্ব IIPA-কে প্রদান করে। এর মূল লক্ষ্য ছিল রাজ্যগুলিতে প্রকৃত বিকেন্দ্রীকরণের অগ্রগতি মূল্যায়ন করা ৷ রাজ্য সরকার হিসেবে পঞ্চায়েতের ভূমিকা বিশ্লেষণ করা ৷ অর্থ, কার্যাবলী ও প্রশাসনিক ক্ষমতা স্থানান্তরের ওপর ভিত্তি করে একটি তুলনামূলক র‍্যাঙ্কিং তৈরি করা।

এই রিপোর্ট স্পষ্টভাবে দেখিয়েছে যে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিকেন্দ্রীকরণে শীর্ষ রাজ্যগুলির মধ্যে অন্যতম, যা প্রশাসনিক স্বচ্ছতা ও ক্ষমতা হস্তান্তরের দিক থেকে অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে।

আরও পড়ুন:- দারুন খবর! এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা। আবেদন করুন এভাবে

আরও পড়ুন:- অষ্টম শ্রেণী পাশে রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন