Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- মহাকাশে ৩৬০ ডিগ্রি স্থানকে সমান ১২টি কাল্পনিক অংশে ভাগ করা হয়ে থাকে। আর এই প্রত্যেক অংশ সমান ৩০ ডিগ্রি, এক একটি রাশির স্থান। সাতটি গ্রহ এবং দু’টি ছায়া গ্রহ (গাণিতিক বিন্দু) রাহু কেতু-সহ ন’টি গ্রহ। গ্রহগুলি পৃথিবীর স্বাপেক্ষে নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে, বিভিন্ন সময় বিভিন্ন রাশিতে অবস্থান করে। আর যাকেই বলা হয় রাশি পরিবর্তন। ঋষি মুনি গণ দীর্ঘকাল পর্যবেক্ষণ করে কোন গ্রহ কোথায় অবস্থান করলে শুভ বা অশুভ ফল দান করে তা লিপিবদ্ধ করে গিয়েছেন। জ্যোতিষশাস্ত্র মতে যোগ শুভ ফলদান করে, দোষ অশুভ ফলদান করে।
আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য
গ্রহের শুভ অবস্থান, এক গ্রহ থেকে অন্য গ্রহের নির্দিষ্ট শুভ ক্ষেত্রে অবস্থান, একাধিক গ্রহের একত্রে অবস্থান এবং পরস্পরের সঙ্গে দৃষ্টি-সম্পর্ক সৃষ্টির মাধ্যামে সংগঠিত হয় বিভিন্ন যোগ।
রাহু-কেতু দুই ছায়াগ্রহ এবং সূর্য চন্দ্রকে বাদ দিলে, বাকি পাঁচ গ্রহের নিজ ক্ষেত্র, উচ্চ ক্ষেত্র এবং মূল ত্রিকোণ স্থানে অবস্থানের হিসাবে পাঁচটি শুভ যোগ সৃষ্টি হয়। এই পাঁচটি যোগ পঞ্চ মহাপুরুষ যোগ নামে পরিচিত। জন্মপঞ্জিকায় পঞ্চ মহাপুরুষ যোগের যে কোনো যোগ থাকলে জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয়।
১. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। আর বুধ গ্রহের শুভ অবস্থানের ফলে সৃষ্টি করে ভদ্র যোগ।
২. দ্বিতীয় গ্রহ শুক্রের শুভ অবস্থানে বা শুক্রের অবস্থানের হিসাবে সৃষ্টি হয় মালব্য যোগ।
৩. মঙ্গলের শুভ অবস্থানে বা মঙ্গলের অবস্থানের হিসাবে সৃষ্টি হয় রুচক যোগ।
৪. বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানের হিসাবে সৃষ্টি হয় হমস যোগ।
৫. শনির শুভ অবস্থানের কারণে সৃষ্টি হয় শাস যোগ।
আর এই ৫ যোগের কারণে আমাদের সফলতা অনেকটাই নির্ভর করে। আর এই যোগ যেই মানুষের রাশিচক্রে থাকে তার সফল্য নিশ্চিত।
আরো পড়ুন :- আর্থিক ক্ষতির হাত থেকে মুক্তি পেতে সূর্যাস্তের সময় ভুলেও এই কাজ করবেন না
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )