Bangla News Dunia, Pallab : দিল্লির মসনদ খুইয়ে এবার কি তাহলে সাংসদ হওয়ার পথ খুঁজছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)? ঝাড়ুবাহিনী মুখে যতই তা অস্বীকার করুক, রাজধানী থেকে পঞ্জাব সর্বত্র এখন চর্চায় অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভা যাত্রা। আসন্ন লুধিয়ানা পশ্চিম বিধানসভা আসনের উপনির্বাচনে বুধবার আপের তরফে প্রার্থী করা হয়েছে দলের রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ সঞ্জীব অরোরাকে। এরপরই জল্পনা শুরু হয়েছে, সঞ্জীব অরোরার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হতে পারেন কেজরিওয়াল।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
যদিও আপের (AAP) দাবি, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মোটেই রাজ্যসভার সাংসদ হচ্ছেন না। দলের মুখপাত্র প্রিয়াংকা কাক্কার এও জানিয়েছেন, ভগবন্ত মানকে সরিয়ে কেজরিওয়াল পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে পারেন বলে যে কানাঘুষো মাঝে শোনা গিয়েছিল, সেটাও একেবারেই ভিত্তিহীন।