‘পঞ্জাব মেল’ রুখে সমর্থকদের মনের ‘আশা’ জিইয়ে রাখল লাল-হলুদ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ইস্টবেঙ্গলের আইএসএল অভিযানের কফিনে এখনও শেষ পেরেক পোঁতা হয়নি ৷ শনিবার দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘পঞ্জাব মেল’ রুখে সমর্থকদের মনের ‘আশ’ জিইয়ে রাখলেন লাল-হলুদ ফুটবলাররা ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

জাগল তবে দেরীতে ৷ প্রত্যাবর্তনের সরণিতে ফেরায় জটিল অঙ্কে হলেও ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে ৷ কিন্তু তার বাস্তবায়ন এতটাই কঠিন যে, সেই সম্ভাবনার সমর্থক খুঁজে পাওয়া আর দক্ষিণমেরুতে ফ্রিজের দোকান খোলার সমান। পঞ্জাব এফসি-কে তাদের মাঠে 3-1 গোলে হারানোর পরেও লাল-হলুদ পৃথিবীজুড়ে শুধুই আক্ষেপ ৷

21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন ‘দশ নম্বরি’। ফের উত্তরণের সুযোগ ৷ ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় তুলে নিতে পারলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক শুধু নয়, আইএসএলে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহের নজির গড়বে ইস্টবেঙ্গল ৷ এর আগে লাল-হলুদ কখনও পঁচিশ পয়েন্টের লক্ষণরেখা টপকাতে পারেনি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন