পড়াশুনায় দ্রুত উন্নতি করতে চান ? সাফল্য পেতে ফলো করুন কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অনেকে আছেন বেশি বেশি পড়াশোনা করেও ফল করতে পারছেন না। অনেকে কম পড়েও সফল হন। এটা বেশ কিছু কারণে হতে পারে। ভালো পড়াশোনার জন্য চেষ্টাটা জরুরি ঠিক একইভাবে মনোযোগও অনেক গুরুত্বপূর্ণ। এরজন্য কিছু টিপস অনুসরণ করে আপনিও পড়াশোনায় সহজে উন্নতি করতে পারেন।

দেখে নিন একনজরে —–

১. প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে সবার থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

avilo home

২. প্রতিদিন নতুন নতুন কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে নিয়ে যাবে।

৩. আগামীকাল কী পড়বেন তা আগের দিন ঠিক করে আলাদা নোট করে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।

৪. প্রতি মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫. কঠিন বিষয় প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখুন আর হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। কঠিন বিষয় খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬. বিষয়ের কন্সেপ্ট বা অর্থ ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে শিক্ষক বা বাড়ির গুরুজনদের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না ও পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭. মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, গেম কম সময় ব্যয় করুন। আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮. অযথা আড্ডা বা রকবাজি করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

higher secondari board exam

৯. প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। এটি আপনাকে বেশি পড়তে ও জানতে উৎসাহ জোগাবে।

১০. নেতিবাচক মানুষদের সঙ্গ ত্যাগ করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন