Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার থেকে শুধু পড়ুয়ারাই নয়, মিড-ডে মিলের ভাগ পাবে পথ কুকুরাও ৷ খুব দ্রুত পুরো রাজ্যে এই ব্যবস্থা চালু হতে চলেছে ৷ এবার থেকে শিক্ষকদের পড়ুয়াদের পাশাপাশি পথ কুকুরদের মিড-ডে মিল খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে ৷ ইতিমধ্যেই সমগ্র শিক্ষা মিশনের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ বিষয়টি শুনেই আঁতকে উঠছেন শিক্ষকদের একাংশ ৷
পথ কুকুরের কামড়ের হাত থেকে স্কুলের বাচ্চাদের রক্ষা করতে হবে
শিক্ষা মন্ত্রকের একটি চিঠির ভিত্তিতে স্কুলের খুদে পড়ুয়াদের যাতে পথ কুকুর না-কামড়াতে পারে তার জন্য চলতি বছরের 28 মার্চ প্রতি জেলায় কিছু নির্দেশিকা পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ ৷ সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রজেক্ট ডিরেক্টরের স্বাক্ষরিত সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের (NCPCR) সুপারিশ অনুযায়ী পথ কুকুরের কামড়ের হাত থেকে স্কুলের বাচ্চাদের রক্ষা করতে হবে ৷
ফাইল ছবি
অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের কী নিয়ম ?
এর জন্য 2023 সালে প্রবর্তিত অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল নিয়ম অনুযায়ী পুরসভাগুলিকেও যথাযথ পদক্ষেপ করতে হবে ৷ নির্দেশিকায় বলা হয়েছিল, স্কুলে বাচ্চাদের কোনওভাবে কুকুরদের কাছাকাছি যেতে দেওয়া যাবে না ৷ বাচ্চারা যাতে ইট বা পাথর দিয়ে কুকুরদের আঘাত না-করে সেদিকে লক্ষ্য রাখতে হবে ৷ কুকুরদের লক্ষ্য করে তাদের চিৎকার করতে দেওয়া যাবে না ৷ কেউ কুকুর দেখে যেন না-দৌড়য় সেদিকে নজর রাখতে হবে ইত্যাদি ৷ এক্ষেত্রে শিক্ষকদেরও কিছু নির্দেশ দেওয়া হয়েছিল ৷
পথ কুকুরদের মিড-ডে মিল খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে শিক্ষকদেরই
মিড-ডে মিল বিতরণের সময় কোনও কুকুর যাতে স্কুলে না ঢুকতে পারে তা দেখবেন শিক্ষকরা ৷ কুকুরের আনাগোনা বন্ধ করতে স্কুল চত্বরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ৷ প্রজননকালে কুকুরের স্বভাব হিংস্র হয়ে ওঠে ৷ তাই ওই সময় শিক্ষকদের আরও বেশি সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছিল ৷
আরও পড়ুন:- প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। কারা কারা টাকা পাবেন ?
আগামী সোমবারই জেলা তথা রাজ্যের প্রতিটি স্কুলে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের এই নির্দেশিকা পৌঁছে যাবে
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষের কী নির্দেশ ?
- পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ শুক্রবার আরও একটি নির্দেশিকা প্রকাশ করছে ৷ তাতে পথ কুকুর থেকে খুদে পড়ুয়াদের রক্ষা করার এই ব্যবস্থা নেওয়ার খবর পেয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পরিবেশবিদ মেনকা গান্ধি এক্ষেত্রে আরও কিছু পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন ৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে আরও কিছু ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্তৃপক্ষ ৷ এবার থেকে পড়ুয়াদের পাশাপাশি পথ কুকুরদের জন্যও মিড-ডে মিলের ব্যবস্থা করা হবে ৷
- স্কুল চত্বরের বাইরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কুকুরদের খাওয়ানো হবে ৷ কুকুরদের খাওয়ানোর জন্য স্বয়ম্ভর গোষ্ঠীর কোনও সদস্যকে দায়িত্ব দেওয়া যেতে পারে ৷ তিনিই প্রতিদিন পথ কুকুরদের খাবার দেবেন ৷ এই প্রক্রিয়া চলাকালীন পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া কিংবা জীবাণুমুক্তকরণের জন্য জেলাস্তর থেকে জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের যোগাযোগ রাখাও প্রয়োজনীয় ৷
কবে থেকে অবলাদের খাওনোর ব্যবস্থা করতে হবে ?
জানা যাচ্ছে, আগামী সোমবারই জেলা তথা রাজ্যের প্রতিটি স্কুলে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের এই নির্দেশিকা পৌঁছে যাবে ৷ বিষয়টি জানতে পেরেই আঁতকে উঠেছেন অনেক শিক্ষক ৷
এনিয়ে এক শিক্ষকের মন্তব্য
- নামপ্রকাশে অনিচ্ছুক তাঁদেরই একজন বলেন, “মিড-ডে মিলের জন্য এমনিতেই স্কুলে লেখাপড়া প্রায় শিকেয় উঠেছে ৷ একজন শিক্ষককে ওই কাজেই ব্যস্ত থাকতে হয় ৷ এমনিতেই বাচ্চাদের খাবারের জন্য যা বরাদ্দ, তাতে প্রতিদিন তাদের পুষ্টিকর খাবার জোটানো আমাদের পক্ষে সমস্যার ৷ এখন কুকুরের খাবারের বরাদ্দ পাব কোথা থেকে ? হয়তো প্রথম দিন দু’টি কুকুর খেতে এল ৷ পরদিন চারটি, তার পরদিন 10টি কুকুর চলে এল ৷ তারা নিশ্চয়ই চিঠি দিয়ে খেতে আসবে না ৷ তাহলে প্রতিদিন কত কুকুরের খাবার তৈরি করতে হবে বোঝা যাবে কী করে ?”
- তিনি আরও বলেন, “নির্দেশিকায় বলা হচ্ছে, কুকুরকে স্কুল চত্বরের বাইরে খাওয়াতে হবে ৷ স্বনির্ভর গোষ্ঠীর কোনও সদস্য প্রতিদিন সেই খাবার দেবেন ৷ কিন্তু সেখানেও তো নজরদারির জন্য কোনও শিক্ষককে থাকতে হবে ৷ বর্তমানে প্রায় প্রতিটি স্কুলেই শিক্ষকের সমস্যা রয়েছে ৷ এখন আমাদের যদি কুকুরকে খাওয়াতে হয় তবে কিছু বলার নেই ৷”
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কী বলছে ?
এনিয়ে প্রশ্ন করা হলে সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রজেক্ট অফিসার শুভ্র চক্রবর্তী কিছু বলতে অস্বীকার করেন ৷ তবে মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত রাজ্য সমগ্র শিক্ষা মিশনের অন্যতম এক শীর্ষ আধিকারিক বলেন, “স্কুল চত্বরের বাইরে প্রতিদিন পথ কুকুরদের খাওয়ানোর বিষয়ে নির্দেশিকা যে জারি হয়ছে সেটা ঠিক ৷ কিন্তু পড়ুয়াদের জন্য রান্না করা মিড-ডে মিল থেকেই কুকুরদের খাবার খাওয়ানো হবে কি না তা এখনও পরিষ্কার করা হয়নি ৷ আশা করা যায়, দু’একদিনের মধ্যেই এনিয়ে সুস্পষ্ট কোনও নির্দেশিকা পাওয়া যাবে ৷”
আরও পড়ুন:- এসি লোকাল ট্রেনে কোন দূরত্বে কত ভাড়া লাগবে ? মান্থলি টিকিটের দাম কত ?