Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় স্টেট ব্যাংকের তরফে এসবিআই ফেলোশিপ (SBI Fellowship 2025) প্রোগ্রামের মাধ্যমে সকল পড়ুয়াদের জন্য ১৯০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। দেশে ও রাজ্যে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা টাকার অভাবে নিজেদের পড়াশোনা স্নাতকের পর থেকে চালিয়ে যেতে পারে না এবং ইচ্ছা থাকলেও যে সকলে তাদের পছন্দ অনুসারে কাজ করতে পারে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
SBI ফেলোশিপ প্রোগ্রাম পড়ুয়াদের জন্য
আর এই SBI Foundation এর মাধ্যমে এই স্টেট ব্যাংক ফেলোশিপ প্রোগ্রাম চালানো হয় মুলত গ্রামে বসবাসকারী সকল ছাত্র ছাত্রীদের জন্য। ২০২৫ সালে নতুন ব্যাচের জন্য আবেদন করা হচ্ছে এবং প্রতি মাসে কিছু টাকা ট্রেনিং চলাকালীন হাত খরচ বা মাইনে হিসাবে দেওয়া হয়ে থাকে ট্রেনিদের। এবারে SBI ফেলোশিপ সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক।
SBI Youth for India Fellowship 2025
২০১১ সালের ১ লা মার্চ প্রথমবারের জন্য এই প্রোগ্রাম শুরু করা হয় স্টেট ব্যাংকের তরফে এবং এর মূল উদ্দেশ্য হল দেশের শহরের মানুষদের সঙ্গে গ্রামের মানুষদের সংযোগ স্থাপন এবং যুব সম্প্রদায়ের উন্নতি সাধন করা। এরই সঙ্গে স্থানিয় NGO গুলোর মাধ্যমে হাতে কলমে প্রকল্প বাস্তবায়ন করে নেওয়া যাতে সকলের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা।
আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।
SBI Fellowship 2025
এই প্রোগ্রাম ১৩ মাসের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই সময়ের মধ্যে যে কোন মানুষ নিজেদের দক্ষতা ও পছন্দের ওপরে নির্ভর করে কাজ করতে পারবেন। এই সকল কিছুর মধ্যে উল্লেখ যোগ্য হল – সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশের সুরক্ষা, সৌর শক্তি, বায়ু শক্তি, ভবিষ্যৎ প্রযুক্তি, পানিয় জল ইত্যাদি সকল বিষয় ছাড়াও আরও অনেক জিনিসের অপরে এই কাজ করা যাবে।
মুলত এই আবেদন করার জন্য সকলকে স্নাতক উত্তীর্ণ হতে হবে নইলে আবেদন করা যাবে না, ২১ – ৩২ বছরের মধ্যে ছেলে বা মেয়েটার বয়স হতে হবে। আর এরই সঙ্গে সঙ্গে সকলে ১৬০০০ টাকা পাবে মাসে মাসে ও ২০০০ টাকা মাসিক ভাতা ও ১০০০ টাকা অতিরিক্ত দেওয়া হবে। ট্রেনিং শেষে ৯০০০০ টাকা পুনর্বাসন ভাতা দেওয়া হবে যাতে আগামীতে এই টাকা কিছু কাজে লাগাতে পারে তারা।
SBI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে পারবেন এবং কয়েকটা সহজ প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর ইন্টারভিউতে ডাক দেওয়া হবে এবং এতে উত্তীর্ণ হলে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। এর এই রকমের অভিজ্ঞতা থাকলে সকলের সুবিধা হবে যে আগামীদিনে কোন চাকরি পাওয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগবে তাদের।
আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন