পণবন্দি ইজরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি এই সতর্কবার্তা দেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘ইজরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন সময় এসেছে তা মানার। শর্ত না মানলে তার পরিণতি কী হতে পারে, সেই সম্পর্কে আমি হামাসকে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কবার্তা, আর সতর্ক করা হবে না।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। সেই সময় ২৫১ জনকে অপরহণ করে গাজায় নিয়ে যায় তারা। এর মধ্যে ৪৭ জন এখনও গাজায় হামাসের হাতে পণবন্দি। হামাস সমস্ত পণবন্দিকে মুক্তি দেবে, এই শর্তে ইজরায়েল সাময়িক সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল। কিন্তু হামাস সেই শর্ত না মানায় ফের গাজায় হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ইজরায়েলের সেনাবাহিনী বলছে, পণবন্দিদের মধ্যে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ট্রাম্প হামাসের উদ্দেশে বলেছেন, ‘এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর না হলে পরিস্থিতি হবে ভয়ংকর।’ হামাস বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা চলছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইজরায়েলের হামলায় ৬৪ হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।













