Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করল পতঞ্জলি ফুডস লিমিটেড। বৃহস্পতিবার বোর্ড অফ ডিরেক্টর্সের মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর পর স্টক এক্সচেঞ্জে বোনাস শেয়ার দেওয়ার বিষয়টি জানিয়েছে বাবা রামদেবের সংস্থা।
পতঞ্জলি ফুডসের তরফে জানানো হয়েছে ২:১ অনুপাতে শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হবে। এর অর্থ পতঞ্জলির শেয়ারহোল্ডাররা তাদের কাছে থাকা একটি শেয়ারের জন্য ২ টাকা ফেসভ্যালুর ২টি করে ইক্যুইটি শেয়ার বিনামূল্যে পাবেন। বোনাস শেয়ার দেওয়ার জন্য রেকর্ড ডেট পরে ঘোষণা করা হবে সংস্থার তরফে। ১৬ সেপ্টেম্বরের আগেই এই সমস্ত বোনার শেয়ার পেয়ে যাবেন পতঞ্জলির শেয়ারহোল্ডাররা।
Patanjali Financial Report
গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে অর্থাৎ এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পতঞ্জলি ফুডসের ফিনান্সিয়াল রিপোর্ট ছিল স্ট্রং। ওই সময়ে সংস্থার নেট প্রফিট ৭৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৫৮ কোটি ৫৩ লক্ষ টাকা। সংস্থার রেভিনিউয়েরও বিপুল বৃদ্ধি হয়েচে ওই সময়ে। ২০২৪-২০২৫ সমগ্র অর্থবর্ষে পতঞ্জলির নেট প্রফিট হয়েছে ১ হাজার ৩০১ কোটি টাকা। রেভিনিউ হয়েছে ৩৪ হাজার ২৮৯ কোটি টাকা।
Patanjani Share Price
বৃহস্পতিবার বোনাস শেয়ার দেওয়ার ঘোষণার পর থেকেই বাড়তে শুরু করেছে পতঞ্জলি ফুডস লিমিটেডের স্টকের দাম। ১.৬৫ শতাংশ বেড়ে এই শেয়ারের দাম হয়েছে ১ হাজার ৮৯০ টাকা। শেষ পাঁচ ট্রেডিং সেশনে ১৩ শতাংশের বেশি বেড়েছে এই স্টকের দাম। গত এক বঠরে এই স্টকের দাম বেড়েছে ১৮ শতাংশের বেশি। জুলাই মাসের শুরু থেকেই পতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে এই স্টক। আগামী দিনেও এই স্টকের বৃদ্ধির আশা রেখেছেন বাজার বিশেষজ্ঞরা।
(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন ? এই ঘরোয়া উপায়ে কয়েক মিনিটেই কাজ হবে
আরও পড়ুন:- বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রাইফেল বানাচ্ছে ভারত, মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।