পতনের আবহেও দুর্ধর্ষ রিটার্ন, সোমবার লগ্নির জন্য বেছে নিতে পারেন এই পাঁচ স্টক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  গত সপ্তাহে দেশের স্টক মার্কেটের পারফরম্যান্স লগ্নিকারীদের মনে আশার সঞ্চার করেছে। অনেক মাস পর গত সপ্তাহে স্টক এক্সচেঞ্জের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি৫০ বেড়েছে প্রায় ২ শতাংশের কাছাকাছি। এর জেরে সেনসেক্স উঠে এসেছে ৭৪ হাজার ৩৩২ পয়েন্টে। নিফটি৫০ রয়েছে ২২ হাজার ৫৫২ পয়েন্টে। গত সপ্তাহে স্টক এক্সচেঞ্জের অধিকাংশ সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে রয়েছে। এর মধ্যে মেটাল, এনার্জি এবং ফার্মা সেক্টরের বৃদ্ধি হয়েছে সবথেকে বেশি। নিফটি আইটি এবং নিফটি ব্যাঙ্কও পজ়িটিভে রয়েছে। এর পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলিও পতনের খাদ থেকে অনেকটা উঠে এসেছে। এই পরিস্থিতিতে সোমবার কোন স্টকে লগ্নি করা যেতে পারে দেখে নিন।

দীপক ফার্টিলাইজ়ার: গত সপ্তাহে চমকে দেওয়া পারফরম্যান্স দেখিয়েছে এই সংস্থার স্টক। এর জেরে এই স্টকে রয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। শেষ ট্রেডিং সেশনে ৩.৪২ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছে ১ হাজার ১১৬ টাকা। গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে এর শেয়ার দর ২১ শতাংশ বেড়েছে। গত এক বছরে ১২১ শতাংশ দাম বেড়েছে এই স্টকের। এর টার্গেট প্রাইস ১ হাজার ১৯৪ টাকা এবং স্টপ লস ১ হাজার ৭৭ টাকা।

আরও পড়ুন:- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া হল। কারা পেল? না পেলে কি করবেন দেখুন

ম্যাজ়াগন ডক শিপবিল্ডার্স: ভারতীয় নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ, সাবমেরিন তৈরির পাশাপাশি একাধিক কাজে যুক্ত থাকা এই সংস্থার শেয়ার পারফরম্যান্স সত্যিই চমকে দেওয়ার মতো। গত সপ্তাহে ৯.২৮ শতাংশ বেড়েছে এর শেয়ার দর। পতনের মধ্যেও গত এক মাসে তা ৬.১৫ শতাংশ দাম বাড়াতে সমর্থ হয়েছে। গত এক বছরে ১২৬ শতাংশ রিটার্ন দিয়েছে। এখন এই স্টকের দাম রয়েছে ২ হাজার ৩৩৭ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ৫০২ টাকা এবং স্টপ লস ২ হাজার ২৫৬ টাকা।

জুপিটার ওয়াগনস: ভারতীয় রেলের জন্য মালবাহী ওয়াগন, প্যাসেঞ্জার কামরা এবং ওয়াগন সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে  এই সংস্থা। গত কয়েক মাসে পারফরম্যান্স ভালো না হলেও গত সপ্তাহে ১১ শতাংশের কাছাকাছি দাম বেড়েছে এই স্টকের। এখন এর দাম ৩১৫ টাকা। এর টার্গেট প্রাইস ৩৪০ টাকা এবং স্টপ লস ৩০৫ টাকা।

কামাত হোটেলস: হোটেল এবং ট্যুরিজ়ম সেক্টরের সঙ্গে যুক্ত লাক্সারি হোটেল চেনের শেয়ার বাজারের অবস্থার তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়েছে গত কয়েক মাসে। গত ৬ মাসের নিরিখে যেখানে নামীদামি সংস্থার স্টকের পড়েছে। সেখানে এই স্টকের দাম ৫১ শতাংশের বেশি বেড়েছে। গত সপ্তাহে ২০.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে এই সংস্থার। গত শুক্রবার ৯.৭৯ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৩১২ টাকা। এর টার্গেট প্রাইস ৩৩৩ টাকা এবং স্টপ লস ২৯৯ টাকা।

আইটিসি: সোমবার ট্রেডিংয়ের জন্য নজর রাখতে পারেন এফএমসিজি সেক্টরের এই স্টকে। গত এক মাসে পারফরম্যান্স ভালো না হলেও গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে ১.৪২ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছে ৪০৩ টাকা। এর টার্গেট প্রাইস ৪১৮ টাকা এবং স্টপ লস ৩৯৫ টাকা। এ সপ্তাহেই শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবে আইটিসি। তাই এ সপ্তাহে নজর রাখতে পারেন এই স্টকে।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- দোলপূর্ণিমা ঠিক কখন পড়ছে? জেনে নিন পুজোয় শুভ সময় ও তিথি

আরও পড়ুন:- ১২০টি দেশে ভিসা-হীন এন্ট্রি! কর দিতেও হবে না, কিভাবে মাস্টারস্ট্রোক দিলেন ললিত মোদী ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন