Bangla News Dunia, Pallab : সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী! সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় প্রশ্ন তুলে দিয়েছেন, এই রায়ের নেপথ্যে কোনও খেলা হচ্ছে না তো? এই প্রেক্ষাপটেই ন্যায়ের দাবিতে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে জোর বিতর্ক শুরু
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের কর্মসূচির কথা সবিস্তারে জানান। তিনি বলেন, “আগামী ৯ এপ্রিল বিকেল ৩ টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূলের ছাত্র পরিষদ। একই সময়ে প্রতি ব্লক, টাউন ও ওয়ার্ডেও হবে মিছিল।