Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কথায় বলে, রাখে হরি তো মারে কে ! সেই রকম এক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের জবলপুর ৷ পাঁঠার কান কেটে বলি দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে চারচাকা গাড়ি ৷ ঘটনাস্থলে ছয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয় ৷ তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় গাড়িতে থাকা পাঁঠাটি ৷ বৃহস্পতিবার জবলপুরের চরগাওয়ান এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্করপিও গাড়িতে করে গোটেগাঁও থেকে জবলপুরের দিকে আসছিলেন ছ’জন । চারগাঁওয়ের কাছে সোমবতী নদীর সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ওই গাড়িটি নীচে পড়ে যায় । গাড়িটি পড়ে যাওয়ার ঘটনার পরপরই আশেপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করেন তারা ৷ তখন এলাকাবাসী দেখেন, গাড়িতে থাকা ছ’জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে । দু’জন গুরুতর আহত হয়েছেন । তাঁদের সঙ্গে রয়েছে একটি পাঁঠাও ৷ সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায় । পুলিশ এসে মৃত ও আহতদের উদ্ধার করে ৷ সঙ্গে উদ্ধার করে পাঁঠাটিকেও ৷
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছেন, গাড়িতে একটি পাঁঠাও ছিল যেটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে । গাড়ির সকল মানুষ নরসিংহপুর জেলার দুলহা দেব মহারাজ মন্দিরে প্রতীকী পাঁঠা বলি দিয়ে ফিরছিল । বলি হিসেবে তাঁরা কেবল পাঁঠার কান কেটেছিল । প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে থাকা ছ’জন ব্যক্তি মদ্যপ ছিলেন । গাড়িতে একটি মদের বোতলও পাওয়া গিয়েছে ।
এসআই অভিষেক পিয়াসি বলেন, “দুর্ঘটনাস্থলে গাড়িতে কিছু রেশনও পাওয়া গিয়েছে, যা দেখে মনে হচ্ছে ওইসব লোকেরা কোনও খাওয়াদাওয়ার প্রস্তুতি নিচ্ছিল । নিহতদের নাম কিষাণ প্যাটেল, সাগর প্যাটেল, রাজেন্দ্র প্যাটেল এবং মহেন্দ্র প্যাটেল ৷ তারা ভেদাঘাট চৌকিতালের বাসিন্দা ৷ আহতদের মধ্যে রয়েছে 34 বছর বয়সি মনোজ প্যাটেল এবং 35 বছর বয়সি জিতেন্দ্র প্যাটেল । এই দুর্ঘটনাটি খুবই বিপজ্জনক ছিল । গাড়ির দরজা কেটে মৃতদেহগুলি বের করতে হয়েছে ।”
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না