পবিত্র ভূমি জেরুজালেমের ইতিহাস জানেন ? না জানলে জেনে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

jerusalem

Bangla News Dunia , অমিত :  পশ্চিম এশিয়ার পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগরের গা ঘেঁষে মাথা তোলা ছোট্ট শহর জেরুজালেম। তাকে কেন্দ্র করেই বার বার উত্তপ্ত হয়ে উঠেছে আরবীয় মরুভূমি। বার বার রক্তে ভিজেছে পবিত্র জেরুসালেম। জেরুজালেম শব্দের অর্থ ‘পবিত্র’। আক্ষরিক অর্থেই ‘পবিত্র’ এই জেরুজালেমের মাটি। শহরটির সঙ্গে তিন তিনটি ধর্মের নাম জড়িয়ে আছে। খ্রিস্টান, ইসলাম এবং ইহুদি, তিন ধর্মেই পবিত্র শহর এটি।

ধর্মীয় তাৎপর্য, পবিত্রতাই কি বছরের পর বছর ধরে জেরুজালেমকে উত্তপ্ত করে তুলেছে ? নানা সমস্যা এবং জটিলতা পশ্চিম এশিয়ার এই শহরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি জেরুসালেম। এই শহরের ইতিহাসে অনেক জয়-পরাজয়, ধ্বংস এবং পুনর্গঠনের হিসাব রয়েছে। শহরের আনাচেকানাচে ছড়িয়ে থাকা রাস্তাঘাট, স্থাপত্য সেই প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে।

আরো পড়ুন :- হামাসের পর ইজরায়েলে হামলা সিরিয়া ও লেবাননের, তাদের সংঘর্ষের ইতিহাস জানেন ?

জেরুজালেম শহরের প্রধান অংশে চারটি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে যা যথাক্রমে মুসলিম, খ্রিস্টান, ইহুদি এবং আর্মেনিয়ানদের জন্য নির্দিষ্ট। এই শহরে কোনও একটি ধর্মের আধিপত্য যে স্বীকৃত নয়, স্থাপত্যেই তার প্রমাণ। ইতিহাস ঘাঁটলে দেখা যায় খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে রাজা ডেভিড জেরুজালেম দখল করেন এবং ইহুদি সাম্রাজ্যের রাজধানী হিসাবে এই শহরকে প্রতিষ্ঠিত করেন। অথাৎ আজ থেকে ১০০০ বছর আগে বর্তমান ইজরায়েলে ইহুদিরাই থাকতেন।

আরো পড়ুন :- Breaking : আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিজবুল্লাহ ও হামাসের ?

ইহুদি রাজা ডেভিডের পুত্রের আমলে জেরুজালেমে তৈরি হয় প্রথম পবিত্র উপাসনাগৃহ। কিন্তু খ্রিস্টপূর্ব ৫৮৬ অব্দে ব্যাবিলনীয়েরা জেরুজালেম দখল করেন এবং ওই ইহুদি মন্দির ধ্বংস করে দেন। তাঁরাই এখান থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছিলেন বলে জানা যায়। এর ৫০ বছর পর পারস্যের রাজা সাইরাস ইহুদিদের জেরুজালেমে আবার প্রবেশের অনুমতি দেন। তারা আবার পবিত্র শহরে গড়ে তোলে তাদের উপাসনাস্থল।

আরো পড়ুন :- Big News : বিশ্বকাপ দেখতে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী !

খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে জেরুজালেমের ক্ষমতা দখল করেন ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার। এর পরের একশো বছরে জেরুজালেমে রোমান, পারসিক, আরবীয়, মিশরীয়, মুসলমান প্রভৃতি নানা ধর্ম ও জাতির মানুষের প্রভাব দেখা যায়। খ্রিস্টান ধর্মের জন্য অত্যন্ত পবিত্র শহর জেরুসালেম। কারণ ৩০ খ্রিস্টাব্দে এই শহরেই যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল বলে শোনা যায়।

 আরো পড়ুন :- Big News : যোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে সন্তানকে পাঠালেন নেতানিয়াহু

ইসলাম ধর্মেও জেরুজালেম শহরের আলাদা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। শোনা যায়, ৬৩২ খ্রিস্টাব্দে হজরত মহম্মদ এই শহরে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং জেরুজালেম থেকেই জান্নাতের উদ্দেশে যাত্রা করেন। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধে শেষ হলে জেরুজালেম শহর গ্রেট ব্রিটেনের দখলে আসে। ১৯৪৮ সালে প্যালেস্তাইন ভেঙে ইজরায়েল গঠন হওয়ার আগে পর্যন্ত শহরটি ব্রিটিশদের দখলেই ছিল।

আরো পড়ুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য

জেরুজালেমের কেন্দ্রে টেম্পল মাউন্টে ৩৫ একর জমি জুড়ে তিনটি ধর্মীয় স্থান রয়েছে। ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, মুসলমানদের ডোম অফ রক এবং আল আকসা মসজিদ। টেম্পল মাউন্ট ইহুদিদের পবিত্রতম স্থান। বলা হয়, এখানেই আব্রাহাম তাঁর পুত্র আইজ্যাককে ঈশ্বরের উদ্দেশে সমার্পণ করতে নিয়ে গিয়েছিলেন। এর পর আকাশ থেকে একটি ভেড়া নেমে আসে এবং আইজ্যাককে মুক্ত করে।

 

avilo home

 

ইসলাম ধর্ম অনুযায়ী জেরুজালেমে টেম্পল মাউন্ট তৃতীয় পবিত্রতম স্থান। মুসলমানেরা বলেন, এই স্থান থেকেই জান্নাত যাত্রা করেছিলেন হজরত মহম্মদ। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল অনুযায়ী, স্বয়ং যিশু এই এখানে পদার্পণ করেছিলেন। জেরুজালেমেই তাঁকে হত্যা করা হয় এবং পরে আবার তাঁর পুনরুত্থান ঘটে। খ্রিস্টান, মুসলিম এবং ইহুদিরা নিজ নিজ ধর্মের যুক্তিতে জেরুজালেমের উপর নিজেদের আধিপত্য দাবি করে থাকে।

তা নিয়ে বিতর্ক, বাকবিতন্ডা লেগেই আছে পশ্চিম এশিয়ায়। ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ। ইজরায়েল সেই নিষেধ মানে না। তাতে প্যালেস্তাইন ক্ষুব্ধ হয়। জেরুসালেমকে কেন্দ্ৰ করে পশ্চিম এশিয়ার স্থানীয় সমস্যা ক্রমে একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে আরবীয় দেশগুলি ইজরায়েল-প্যালেস্তাইন দ্বন্দ্বে নাক গলায় হামেশাই।

বহু দেশের হস্তক্ষেপে দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে জেরুজালেমের ভূ-রাজনীতি। এই বিতর্কেই বর্তমানে যুদ্ধ চলছে ইজরায়েল এবং প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে। যুদ্ধে প্রাণ গিয়েছে কয়েক হাজার মানুষের। বহু দেশের হস্তক্ষেপে দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে জেরুজালেমের ভূ-রাজনীতি। এই বিতর্কেই বর্তমানে যুদ্ধ চলছে ইজরায়েল এবং প্যালেস্তেনীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে। #Short News

আরো পড়ুন :- ইজরায়েল-হামাস যুদ্ধ : ছাড় পাচ্ছে না ভারত !

 আরো পড়ুন :- Big News : যোদ্ধা হিসেবে যুদ্ধক্ষেত্রে সন্তানকে পাঠালেন নেতানিয়াহু

আরো খবরের জন্য নীচের ছবিতে ক্লিক করুন

 

 

 

 

 

 

আরো পড়ুন :- হামাসের মাজা ভাঙতে তৎপর ‘ইজরায়েল’ ! চলছে লাগাতার আক্রমণ

আরো পড়ুন :- কর্মীদের ২৪-এর টার্গেট বেঁধে দিলেন সায়নী !

আরো পড়ুন :- জানুন কেন হতে পারে ভারত-চিন যুদ্ধ ?

আরো পড়ুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরও পড়ুন : পুজোর মুখে রাজ্যে আঘাত হানতে পারে প্রবল ঘূর্ণিঝড়

আরও পড়ুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

আরো পড়ুন :- এই কারণে বৈশাখীর প্রেমে পড়েছিলেন শোভন ?

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে ? কে ছিলেন প্রথম মানব ? জানুন অজানা তথ্য

আরো পড়ুন :- কলকাতায় হচ্ছে অযোধ্যার রাম মন্দির ! দেখতে যাবেন নাকি

আরো পড়ুন : জানুন ছেলেদের জন্য কন্ডোম কতটা নিরাপদ ?

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন