পয়লা বৈশাখে কি কালবৈশাখীর সম্ভাবনা? কি জানাল হাওয়া অফিস ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলার জ্বালাপোড়া গরম আর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ–ঝড়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হতে চলেছে বাংলা নববর্ষের। পয়লা বৈশাখের আগেই গত কয়েকদিন ধরে হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। তবে মঙ্গলবার, নববর্ষের প্রথম দিন, ঝড়ের পূর্বাভাস নেই—বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তা হবে তুলনামূলকভাবে কম।

দক্ষিণবঙ্গ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়ের তীব্রতা কমে যাবে। কলকাতা সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুই মেদিনীপুর ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে পয়লা বৈশাখের সকালে আকাশ পরিষ্কার থাকবে, দুপুরের পর আংশিক মেঘলা দৃষ্টিভঙ্গি, বিকেল বা সন্ধ্যায় বৃষ্টি ঝরতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬–২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৪–৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গেও সোমবার–মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বুধবার থেকে আবারো অস্থিরতার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ–সহ মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে তাপমাত্রা ২৫–৩৪ ডিগ্রির মধ্যে বজায় থাকবে।

ঘূর্ণাবর্তের প্রভাব
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে ত্রিমুখী ঘূর্ণাবর্ত সক্রিয়—অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম সংলগ্ন, দক্ষিণ আসাম সংলগ্ন এবং দক্ষিণপূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। ১৬ এপ্রিলের পর উত্তর-পশ্চিম ভারতে প্রবল পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণে বুধবার থেকে বাংলায় নতুন করে ঝড়জলের প্রবণতা বাড়তে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস
বুধবার–বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে; ঝড়ের তীব্রতা কম। তাপমাত্রা বড় ধরনের ওঠানামা হবে না—বৃষ্টি হলে সামান্য নিম্নমুখী, রোদ উঠলে আবার বাড়বে। উত্তরবঙ্গে বুধবার থেকে রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন