Bangla News Dunia, Pallab : রাত পোহালেই বাংলা নববর্ষ। নববর্ষে আবহাওয়া (West Bengal Weather Update) কেমন থাকবে? তা নিয়ে বড় আপডেট দিলেন আবহবিদরা।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং বুধবারের জন্য। বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে উত্তরেও (North Bengal Weather Update)। উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়। সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে। বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে