পরকীয়া থেকে বেরিয়ে দাম্পত্য জীবনে সুখী হতে চান ? রইলো কিছু টিপস

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- মানুষ তার অজান্তেই বিভিন্ন সময় পরোকীয়ায় ঢুকে পরে। আবার অনেক মানুষ আছে যারা তাদের সৎ জ্ঞানেই পরকীয়ায় প্রবেশ করে। তবে মানুষ কেনো পরকীয়ায় জড়িয়ে পরে তা বলা মুশকিল। এই পরকীয়ার সম্পর্ক কিছু সময়ের  জন্য শারীরিক ও মানসিক তৃপ্তি দিলেও , একটা সময় পর তা মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। তখন সেই সম্পর্ক থেকে বেরোতে চাইলেও সহজে তা সম্বভ হয় না।

আর এই পরকীয়ার সম্পর্ক যদি লোক সমাজে ফাঁস হয়ে যায় তবে মুখ দেখাবার জাগা থাকেনা। এমনকি অনেক সময় নিজের সারা জীবন এই একটি ভুলকে কাঁধে বয়ে নিয়ে চলতে হয়। তাই সবার আগে এই ভুলটি করা থেকে বিরত থাকাই ভালো। তবে যদি পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তবে তার থেকে বেরোবার কিছু টিপস রইলো।

১. সবার আগে বোঝার চেষ্টা করুন আপনি কেনো পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সেটা দাম্পত্য জীবনের কোনো বিবাদ বা অন্য কোনো কারণ হতে পারে। তবে বেশির ভাগ পুরুষ ও মহিলা এই কারণেই পরকীয়ায় জড়িয়ে পরে।

২. আপনি যদি এই পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তবে সেই ব্যাক্তি বা মহিলার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। তাকে বুঝিয়ে বলুন , যাতে সে পরে ও আপনার সাথে সম্পর্ক না রাখার চেষ্টা করে। সেই ব্যাক্তির কথা ভুলতে তার সাথে সমস্ত কন্টাক্ট ছিন্ন করুন।

৩. এবার আপনি ভাবছেন আপনার জীবন সঙ্গীকে এই কথা বলবেন কি বলবেন না। তবে এই কথা বলে দেয়াই ভালো , কারণ সে যদি অন্য কোনো মানুষের কাছ থেকে এই কথা জানতে পারে তবে তা ভালো হবে না। তবে আপনার জীবন সঙ্গীকে কথাটি বলার জন্য সঠিক সময় ও স্থান বেঁছে নিন।

৪. এবার নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। আর নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করুন কেনো আপনি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। যেই কারণেই আপনি পরকীয়ায় জড়িয়ে পড়েন না কেন তা শুধরাবার চেষ্টা করুন।

৫. একবার আপনার জীবন সঙ্গীর মনে যখন আপনার প্রতি অবিশ্বাস জন্মেছে তা সহজে যাবার নয়। তাই তার মনে আপনার প্রতি অবিশ্বাস থাকবে। আর তার ফলে সে আপনাকে আগের মতো ভালো বাসতে পারবে না। তাই আপনার উচিত তার বিশ্বাস অর্জন করবার। তার জন্য আপনি তাকে সমস্ত কিছু সত্য বলুন ও সৎ থাকুন এবং তাকে ভালোবাসায় ভড়িয়ে দেবার চেষ্টা করুন। এতে আপনাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন