Bangla News Dunia , দীনেশ দেব :- আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা সর্বদা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসেন। এমনকি পরনিন্দা-পরচর্চা করে থাকেন। তবে পন্ডিত চাণক্য বলে গেছেন ,পরনিন্দা পরচর্চা করা থেকে সর্বদা দূরে থাকা উচিত মানুষকে। কিন্তু সাম্প্রতিক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় প্রমাণ হয়েছে যে মানুষ পরনিন্দা-পরচর্চা করার ফলে রাগ , আক্রোশ , মানসিক চাপ , ক্রোধ ইত্যাদি থেকে মুক্তি পেতে পারে। আর এই গবেষণার তথ্য সামনে আশাতে হতবাক গোটা বিশ্বের মানুষ।
আরো পড়ুন :- কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির ইউটিউব থেকে ইনকাম শুনলে আপনি চমকে যাবেন !
আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি আমাদের কে বলা হয়েছে যে পরনিন্দা-পরচর্চা থেকে দূরে থাকা উচিত। শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের বিভিন্ন ধর্ম , বিভিন্ন জাতিতে এই একই কথা বলা হয়েছে। যে পরনিন্দা-পরচর্চা থেকে দূরে থাকা উচিত। কিন্তু এই গবেষণায় জানানো হয়েছে যারা গসিপ করে তাদের শরীর চাঙ্গা থাকে এবং মন চাঙ্গা থাকে। অর্থাৎ মনকে হালকা ফুরফুরে রাখতে কিছু পরিমাণ পরনিন্দা পরচর্চা করা যেতে পারে এই গবেষণায় এমনটাই বলা হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মত , আপনার অপছন্দের মানুষটি অর্থাৎ যেই মানুষটির থেকে আপনি বিরক্তবোধ করেন সেই মানুষটির উপর যদি আপনার রাগ থাকে তবেই আপনি সেই মানুষটির উপর থেকে রাগ ও ক্ষোভ দূর করতে এই পরনিন্দা পরচর্চা অর্থাৎ পিএনপিসি ব্যবহার করতে পারেন। তবে যার কাছে তার নিন্দা করবেন সেই ব্যক্তিটি যাতে বিশ্বাসী হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন এর ফলে মানুষের যে স্ট্রেস সেটা অনেকটাই কমে যায়। আর এই গবেষণার ফল সামনে আসতেই বোঝা যাচ্ছে যে প্রতিটি ভালো ও খারাপ জিনিসের দুটি দিক থাকে। ভালো জিনিসের যেমন একটি খারাপ দিক থাকে তেমনি খারাপ জিনিসের একটি ভালো দিক থাকে। তবে মানুষ সেটাকে কিভাবে ব্যবহার করবে সেটা নিজের উপরই নির্ভর করে।
আরো পড়ুন :- মুক্তি পাচ্ছে পিএম মোদির বায়োপিক
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এই দেশকে প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে আমেরিকা !