Bangla News Dunia, Pallab : সম্প্রতি কলকাতা বিধাননগর এর বিখ্যাত সংস্থা Saha Institute of Nuclear Physics (SINP) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে এছাড়া পশ্চিমবঙ্গ থেকে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : আমরা আজকে এই প্রতিবেদনে আলোচনা করেছি কলকাতার Saha Institute of Nuclear Physics (SINP), BidhanNagar, Kolkata এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি।
পোষ্ট তারিখ (Post Date) :
উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 17.04.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Associate Professor পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপরে PhD ডিগ্রি থাকতে হবে। তবে বায়ো ফিজিক্যাল সাইন্স এর জন্য বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অথবা সমতুল্য বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অপরদিকে নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ের জন্য ওই বিষয়ের PhD ডিগ্রী থাকলে তবেই আবেদন জানাতে পারবেন।
কাজের অভিজ্ঞতা (Work Experience) :
ডিগ্রী পাওয়ার পরবর্তীতে অন্ততপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের এখানে।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। তবে যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতনক্রম 12 অনুসারে মাসিক বেতন পাবে এখানে নিযুক্ত ব্যক্তিরা। পরবর্তী সময়ে বেতনের পরিমাণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কলকাতা SINP ।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদের সংখ্যা হল 15টি।
আবেদন পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম কে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর স্ক্যান করে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে আপলোড করতে হবে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন