পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানের উপর অজশ্র বোমার হামলা হবে ! হুঁশিয়ারি ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :-  পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানের (Iran) উপর অজশ্র বোমা ফেলা হবে। এমনটাই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)।

আমেরিকান সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা এবং ইরানের আধিকারিকরা পরমাণু চুক্তির (Nuclear Deal) বিষয়ে আলোচনা করছেন। কিন্তু এই চুক্তিতে ইরান যদি শেষ পর্যন্ত সম্মত না হয়, তবে আমেরিকা বোমা হামলা করবে। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর পালটা প্রস্তুতি শুরু করেছে তেহরানও। ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানের বিরুদ্ধে বিকল্প কিছু পরিকল্পনার কথাও বলে রেখেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের উপর কিছু আনুষঙ্গিক শুল্কের বোঝা চাপানো হতে পারে।

আরও পড়ুন:- জেল সুপারের কাছে ‘লিভ ইন’ করার আর্জি সাহিল-মুসকানের, জানতে বিস্তারিত পড়ুন

প্রসঙ্গত, ২০১৫ সালে পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে বের করে এনেছিলেন ট্রাম্প। তবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নতুন করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চান তিনি। এনিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে চিঠিও দেওয়া হয়। ওই চিঠিতে পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে দু’মাসের ‘সময়সীমা’ বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তবে নিজেদের অবস্থানে অনড় ইরান। ট্রাম্পের চিঠির জবাব দিয়ে তাঁরা জানিয়েছে, হুমকির আবহে তাঁরা সরাসরি কোনও আলোচনায় যুক্ত হবেন না। তবে পরোক্ষ আলোচনার পথ খোলা থাকছে।

আরও পড়ুন:- কম বিনিয়োগে ১০টি লাভজনক ব্যবসার আইডিয়া, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন