পরিবারের চারজনকে মেরে মাকে খুনের চেষ্টা যুবকের, কেন এমন পদক্ষেপ ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পরিজনদের একের পর এক পাঁচ জনকে খুন ৷ তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ ৷ প্রথমে প্রেমিকাকে খুন, তারপর ঠাকুমা ৷ এখানেই থেমে থাকেনি ওই যুবক ৷ কাকা ও কাকিমাকেও প্রাণে মেরে ফেলে সে ৷ ভাই স্কুল থেকে এলে তাকেও মেরে ফেলে 23 বছরের দাদা ৷ দাবি একটাই, সোনা চাই ৷ তবেই ধার-দেনা মুক্ত হবে সে ৷

এরপরই মাকে আক্রমণ ৷ ছেলে যে ঋণে ডুবে, প্রথম থেকেই তা জানত মা ৷ আর তাই টাকা ও সোনা গয়না দিতে অস্বীকার করেছিলেন ৷ রাগে মাকে হাতুড়ি দিয়ে মেরে ফেলতে চেয়েছিল ছেলে আফান ৷ কিন্তু তিনি প্রাণে বেঁচে যান ৷ কেরলের তিরুঅনন্তপুরমের ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পরে পাঁচটি মৃত্যুর তথ্যই নিশ্চিত করেছেন তদন্তকারী আধিকারিকরা। আফানকে গ্রেফতারও করেছে ৷

আরও পড়ুন:- কনে ছেড়ে অন্য ৩ জনের গলায় মালা দিলেন বর, তারপর….

KERALA MASS MURDER

বাঁ-দিকে উপরে প্রেমিকা, নীচে কাকিমা, মাঝে ভাইকে জড়িয়ে ধরে অভিযুক্ত , ডানদিকে উপরে কাকা, নীচে দিদা

 

ঘটনাক্রমে জানা যায়, 23 বছর বয়সি আফানের উদ্দেশ্য একটাই ধার-দেনা থেকে মুক্তি পাওয়া ৷ তার টাকাপয়সা, সোনাদানা যে প্রয়োজন সে আগেই জানিয়েছিল ৷ কিন্তু, আফানের মা আগেই এই দাবি মেটাতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন ৷ রাগে মনে মনে সে ফন্দি এঁটেছিল সে যেনতেন প্রকারণে সোনা ছিনিয়ে নেবে ৷ তাতে যদি কেউ তাকে বাধা দেয়, তাহলে প্রাণ নিতেও দ্বিধাবোধ করবে না ৷

আরও পড়ুন:- মাখানা নিঃসন্দেহে সুপারফুড, কিন্তু দাম এত কেন? যা জানা জরুরি

কেরলের ভেঞ্জারমুডু পুলিশ জানায়, প্রথমে প্রেমিকার থেকে সোনা চাই, না-মিলতেই খুন করে ফারজানাকে ৷ তাঁর শরীর থেকে সোনার গয়না খুলে নেয় ৷ পরে রাগে ভাইকে খুন করে ৷ এরপর মায়ের দ্বারস্থ হয় ৷ মাকে হাতুড়ি দিয়ে আঘাত করার পর, সে দড়ি দিয়ে বেঁধে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ৷ 22 কিলোমিটার বাইক নিয়ে গিয়ে ঠাকুমার উপর হামলা করে ৷ ঠাকুমাকে মেরে খুলে নেয় সমস্ত গয়নাগাটি ৷ এরপর সেখান থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে পৌঁছয় কাকার বাড়িতে ৷ সোনার জন্য কাকা ও কাকিমাকেও খুন করে সে ৷ সেখান থেকে থানা গিয়ে আত্মসমর্পণ ৷ জিজ্ঞাসাবাদে জানায়, নিজেও নাকি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ৷

এরপরই পুলিশ পৌঁছয় অভিযুক্ত যুবকের বাড়িতে ৷ মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ৷ যুবকের দাবি শুনে, অনুসন্ধানের পর পাঁচ জনের মৃত্যু নিশ্চিত করে পুলিশ।

আরও পড়ুন:- HDFC Scholarship-এ ছাত্রছাত্রীরা পাবেন 50,000 টাকার বৃত্তি। কিভাবে আবেদন জানাবেন দেখে নিন

আরও পড়ুন:- গোবিন্দার ও সুনীতার ৩৭ বছরের দাম্পত্য কি এবার ভাঙতে চলেছে ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন