পরিবারের ৮ জনকে খুনের চেষ্টায় গ্রেফতার বাবা-মেয়ে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে এক মহিলা এবং তার বাবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গমের আটার সঙ্গে বিষ মিশিয়ে পরিবারের ৮ সদস্যকে খুনের পরিকল্পনা করেছিলেন। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় রক্ষা পেয়েছে গোটা পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশাম্বীর কারারি থানা এলাকার মালাকিয়া বাঝা খুররম গ্রামে ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিনের অশান্তি থেকেই এই ভয়ংকর পরিকল্পনা করেন ব্রিজেশ কুমারের স্ত্রী মালতী দেবী। এই পরিকল্পনায় তার বাবাও যুক্ত ছিলেন বলে অভিযোগ।

মালতীর সঙ্গে শ্যালিকা মঞ্জু দেবীর প্রায়ই ঝগড়া হত। সেই ক্ষোভ থেকেই মালতী পরিবারের সবার খাবারে ব্যবহৃত আটায় মারাত্মক কীটনাশক ‘সালফস’ (অ্যালুমিনিয়াম ফসফাইড) মিশিয়ে দেন। তবে রান্নার আগে আটা থেকে অদ্ভুত দুর্গন্ধ বেরোতে দেখেন মঞ্জু দেবী। তিনি সঙ্গে সঙ্গে বাড়ির অন্যদের সতর্ক করেন। পরে পরিবারের সদস্যরা মালতীর কাছে জিজ্ঞাসা করলে সে নিজের অপরাধ স্বীকার করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মালতী দেবী ও তার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ কর্মকর্তা রাজেশ সিং জানান, ‘আটা থেকে দুর্গন্ধ বেরোতেই পরিবার পুলিশে খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে মালতী দেবী ও তার বাবাকে হেফাজতে নিয়েছি। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।’

আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক

আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন