পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bastu tips

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সুখ, শান্তি ও সাফল্য ধরে রাখতে পজিটিভ শক্তিকে প্রবাহিত করা খুবই জরুরি। বাস্তু শাস্ত্র বলছে বাড়িতে নেগেটিভ এনার্জির থাকলে পরিবারে নানা অশান্তি দেখা দেবে। সনাতন ধর্মে ভোরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই দিনের শুরুটা ভালো করতে ভোরবেলায় বাড়ির বাইরের দরজায় কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে। জানুন বিস্তারিত তথ্য —

আরো পড়ুন :- বহু বছর পর সৃষ্টি হয়েছে বিরল কেদার রাজযোগ ! বিশেষ ভাবে লাভবান হবে ৫টি রাশি

১. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাড়ির প্রধান প্রবেশপথ নোংরা থাকলে সেখান দিয়েই ঘরে ঢুকবে নেগেটিভ এনার্জি। তাই প্রতিদিন সকালে বাড়ির মূল দরজা পরিষ্কার করুন।

২. সনাতন ধর্ম অনুসারে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

 

 

৩. সনাতন ধর্মে আলপনা আঁকা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ বিশেষ দিনে মূল দরজার বাইরে আলপনা এঁকে দিন। প্রতিদিন সকালেই ঘরের বাইরে দরজার দু-পাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন।

৪. প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গাজল বাইরের দরজায় ছিটিয়ে দিন। মা লক্ষ্মীর আগমন ঘটবে।

৫. প্রতিদিন সন্ধেবেলা দরজার বাইরে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দিন। তুষ্ট হয়ে আপনার বাড়িতেই বাস করবেন মা লক্ষ্মী।

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

আরো পড়ুন :– আর্থিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়

আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন