পরিবেশ দিবসে ‘সিঁদুর গাছ’ পুঁতলেন মোদী, কী এই সিঁদুর গাছ? কি ফলে এতে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তীতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে ‘সিঁদুর’ শব্দটির গুরুত্ব অসামান্য হয়ে গিয়েছে।

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দিল্লির বাসভবনে ‘সিঁদুর গাছ’ পুঁতেছেন।

৭ লোক কল্যাণ মার্গ সংলগ্ন বাগানে ওই চারা রোপনের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কী এই সিঁদুর গাছ?

সিঁদুর গুঁড়ো দোকান থেকে কিনেই পরেন অধিকাংশ ভারতীয় মহিলা। অথবা ব্যবহার করেন লিকুইড সিঁদুর।

কিন্তু সিঁদুর গাছেও ফলে? সেই উত্তর খুঁজতে গুগল হাতড়াচ্ছেন সকলে।

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, গাছটি গুজরাতের কচ্ছের মহিলারা উপহার হিসাবে দিয়েছেন তাঁকে।

সিঁদুর গাছ হল বিষুব অঞ্চলে জন্ম নেওয়া এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ। যার ফলের দানার রং উজ্জ্বল লাল। 

এই  গাছের বৈজ্ঞানিক নাম বিক্সা ওরেলানা। ইংরেজিতে একে বলা হয় আন্নাত্তো। হিন্দিতে ওই গাছকে বলা হয় সিঁদুর গাছ।

এই লম্বাটে পাতার গাছের বীজ থেকে গাঢ় লাল সিঁদুরের রঙের এক ধরনের রং তৈরি হয়। যা প্রাকৃতিক লাল রং এবং তা খাবারেও ব্যবহার করা হয়।

আরও পড়ুন:- কাঁঠাল খাজা নাকি মজা? বাইরে থেকে দেখে এভাবে চিনবেন

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন