মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন । এর জন্য বর্তমানে প্রচুর পরিযায়ী শ্রমিক দুয়ারে সরকার ক্যাম্পে বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এছাড়াও অনলাইনে পরিযায়ী শ্রমিকের আবেদন জমা করছেন।
আপনাদেরকে শ্রম দপ্তরের তরফ থেকে একটি করে পরিযায় শ্রমিক কার্ড দেওয়া হচ্ছে। এই পরিযায়ী শ্রমিক কার্ড থাকলে আপনারা পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে পারবেন ।
আপনি আপনার পরিযায়ী শ্রমিক কার্ড কিভাবে ডাউনলোড করবেন আজকের এই প্রতিবেদনে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ।
পরিযায়ী শ্রমিক কার্ড কিভাবে ডাউনলোড করবেন (Parijayee Shramik Card Download) :-
১) সবার প্রথমে আপনারা এই লিঙ্কে ক্লিক করুন CLICK HERE
২) তাহলে আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিকের ওয়েবসাইটে পৌঁছে যাবেন ।
৩) ওয়েবসাইটের ভেতরে ইউজার লগইন / রেজিস্ট্রেশন (User Login/ Registration) এই অপশনটিতে ক্লিক করুন


৪) তারপর আপনার সামনে লগইন ফর্ম (Login Form) খুলে যাবে
৫) লগইন এস ( Login as) অপশনে বেনিফিসারি (Beneficiary) সিলেক্ট করুন । ইউজার নেম অপশনে আপনার ফোন নাম্বারটি দিবেন । তারপর জেনারেট ওটিপি (Generate OTP) অপশনে ক্লিক করবেন ।


৬) তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার ওটিপির (Enter OTP) ঘরে বসিয়ে Authenticate) অপশনে ক্লিক করবেন ।
৭) তারপর আপনার সামনে কর্মসাথী ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে


৮) আপনারা ” Print Card ” অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার কার্ড ডাউনলোড হয়ে যাবে


কাদের কার্ড ডাউনলোড করা যাবে না :-
আপনি পরিযায়ী শ্রমিকের আবেদন জমা করেছেন আপনার আবেদনটি যদি এখনো এপ্রুভ না হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না ।
যে সমস্ত শ্রমিকদের আবেদন এপ্রুভ হয়েছে একমাত্র সেই সমস্ত শ্রমিকরাই পরিযায়ী শ্রমিকদের কার্ড ডাউনলোড করতে পারবেন