পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে সোনু সুদ যা করেছেন তা সত্যি অতুলনীয়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনার ফলে লক ডাউন চলছে সেই দু মাস ধরে । পরিযায়ী শ্রমিকেরা কাজ হারিয়েছেন অনেকদিন ধরে , বিভিন্ন্য জায়গা থেকে তারা সাহায্য পেলেও বাড়ি ফেরার ক্ষেত্রে হচ্ছে অসুবিধা । অনেকে নিজে হাত শুরু করেছেন বাড়ির পথে ও অনেকে লরি ট্রাক তার ওপরে ছোড়ে ফেরার চেষ্টা করছেন । কিন্তু এর দারুন প্রাণ হারিয়েছেন অনেকে ইতিমধ্যে । সরকার থেকে স্পেশাল ট্রেন , বাস ব্যবস্থা করলেও সবাই সেই সুবিধা পাননি ।

তাই তাদের পাশে ভগবানের দূত হিসাবে দাঁড়িয়েছেন বলিউড খ্যাত সোনু সুদ , তিনি সিনেমা তে তো ভিলেন কিন্তু বাস্তবে একজন হিরো । তার এই দেন মানুষ কোনোদিন ভুলবেন না ।

তিনি এখনো পর্যন্ত্য ১২ হাজার শ্রমিককে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন । এর আগে প্রথমে তিনি ফিরিয়ে ছিলেন ৩৫০ জন শ্রমিককে যার জন্য তার লেগেছিলো ১০ টি বাস । তখন তিনি কর্ণাটকের শ্রমিকদের বাড়ি ফিরিয়েছিলেন । এবারে তিনি মুম্বাই ওডালা থেকে শ্রমিকদের তাদের বাড়ি উত্তর প্রদেশ তাদের বাড়ি ফেরানোর কাজ করলেন ।

গোটা কাজটায় সোনুর সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু নীতি গয়াল। ধাপে ধাপে ওঁরা ফিরিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের বহু শ্রমিককেও। এখানেই শেষ নয়। সোনু পঞ্জাবে র চিকিৎসকদের ১৫০০ পিপিই কিট পাঠিয়েছেন। নিজের হোটেলে স্বাস্থ্যকর্মীদে থাকার ব্যবস্থা করেছেন। ভিওয়ান্ডি এলাকায় পরিযায়ী শ্রমিকদের রমজান উপলক্ষ্যে খাবারের প্যাকেট বিতরণ করে গিয়েছেন নিজেই।

যারা তাকে পর্দার বাইরে চেনেন তারা বলেন সোনু সুদের এটা প্রথম নয় , এরম কাজ তিনি সব সময় করে থাকেন । রুপোলি পর্দায় তিনি হিরোর রোল পাননাতো কি হয়েছে তিনি বাইরে একজন সত্যিকারের হিরো ।

Highlights

  • ভগবানের দূত হিসাবে দাঁড়িয়েছেন বলিউড খ্যাত সোনু সুদ , তিনি সিনেমা তে তো ভিলেন কিন্তু বাস্তবে একজন হিরো
  • তিনি এখনো পর্যন্ত্য ১২ হাজার শ্রমিককে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন
  • গোটা কাজটায় সোনুর সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু নীতি গয়াল

#Migrant Worker       #Sonu Sud          #Real Hero

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন