Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পরিশ্রমের পরও সাফল্য আসছে না ? সঠিক উপায়ে জীবন এগোনোর জন্য ভালো জীবিকার খোঁজ করে প্রায় প্রত্যেকেই। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যে কোনো চাকরি ক্ষেত্রে সফলতার কাছাকাছি গেলেও অধরা থেকে যাচ্ছে কাঙ্খিত সাফল্য। রোজ কঠোর পরিশ্রম ও দিনরাত পড়াশোনা করেও মেলে না কাঙ্খিত সাফল্য। জোতিষ মতে কিছু গ্রহের খারাপ অবস্থানের কারনেই মেলে না আপনার জীবনের কাঙ্খিত সাফল্য।
গ্রহগত সমস্যা যদি অপসারণ না করা হয় তবে যে কোনো কোনও ব্যক্তির কেরিয়ার নষ্ট করতে পারে। কিছু গৃহীত ব্যবস্থা সহজেই গ্রহের অবস্থানও উন্নত করা যায়। কিছু রত্ন পরিধানের আগে গৃহীত ব্যয়বহুল আচার এবং গৃহস্থালী প্রতিকারগুলি গ্রহের অশুভতাও দূর করতে পারে। যেমন গাছের শিকড় বা নিয়ম মেনে কিছু ঘরোয়া টোটকার প্রয়োগ। এই ভাবেও গ্রহের প্রতিকার করে নেয়া যায়।
ধরুন আপনার সন্তানের যে কোনো লিখিত পরীক্ষায় ফলাফল সঠিক না হলে বুধ ও চন্দ্রের প্রতিকার করতে হবে। যেহেতু বুধ বুদ্ধির একটি উপাদান, চন্দ্রকে মনের একটি উপাদান হিসাবে বিবেচনা করা হয়। চন্দ্র যখন অশুভ হয় তখন কোনও ব্যক্তি সঠিক প্রশ্নগুলিকেও ভুল বোঝে। একই সাথে এটি পড়াশোনায় বাধা দেয়।
আরো পড়ুন :- ঘরে রাখুন কিছু জিনিস ! যা ভাগ্য বদলে দেবে
এর প্রতিকার হল — বুধের অশুভতা দূর করতে গণেশ পূজা করুন।গরুকে সবুজ ঘাস খাওয়ান। স্টাডি রুমে মা সরস্বতীর একটি ছবি রাখুন । চন্দ্রের অশুভভাব দূর করতে, পূর্ণিমার দিন জল দিন। ভগবান শিবের উপাসনা করুন। সোমবার তাদের অভিষেক করলে উপকার হবে। দেখবেন ভালো হবে।
Highlights
1. পরিশ্রমের পরও সাফল্য আসছে না ?
2. বুধের অশুভতা দূর করতে গণেশ পূজা করুন
#Astro Tips #Life Style