Bangla News Dunia, Pallab : চাকরির পরীক্ষা দিতে তিনি হাতে সময় নিয়েই পরীক্ষাকেন্দ্রের সামনে পৌঁছে গিয়েছিলেন। যাতে রাস্তায় একটু দেরি হলেও সমস্যা না হয় তাই একটু আগে বার হওয়া।
পরীক্ষার হলে ঢুকতে পারার জন্য হল টিকিট বা অ্যাডমিট কার্ডটা ছিল তাঁর হাতে। নিশ্চিন্তে একটু আগেভাগেই হলে প্রবেশ করে শান্তিতে পরীক্ষা দিতে চাইছিলেন তিনি। কিন্তু যা ঘটল তার জন্য তিনি তৈরি ছিলেননা।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
পরীক্ষার হলে ঢুকতে যাবেন এমন সময় হাতে থাকা অ্যাডমিট কার্ডটা কোথা থেকে উড়ে এসে একটি ঈগল ছোঁ মেরে নিয়ে চলে যায়। ওই প্রার্থী চোখের সামনে দেখতে পান তাঁর চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ উড়ে যাচ্ছে আকাশে।
ঈগলটি ওই হল টিকিট বা অ্যাডমিট কার্ডটি তার চঞ্চুতে ধরে উড়ে যায় আকাশে। তারপর সেটি তার পায়ের নিচে নিয়ে চেপে ধরে গিয়ে বসে ওই পরীক্ষা যে স্কুল বাড়িতে হচ্ছিল সেই স্কুলের একটি জানালার ওপর।
ওই প্রার্থী বুঝতে পারেন যেটা ওই ঈগল তাঁর হাত থেকে নিয়ে উড়ে গেছে সেটি তিনি না পেলে পরীক্ষা হলে ঢুকতে পারবেননা, পরীক্ষাও দেওয়া হবেনা। অন্য প্রার্থীরাও তাঁর অবস্থা দেখে হকচকিয়ে যান। সকলেই উপরের দিকে চেয়ে থাকেন যদি ঈগলটি ওই হল টিকিট ফেরত দেয়।
বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই অবস্থা। তবে ঈগলটি অ্যাডমিট কার্ডটি নিয়ে স্কুল চত্বরের বাইরে অন্যত্র উড়ে যায়নি। সেটি চেপে ধরে সেখানেই বসে ছিল।
এমন করে বেশ কিছুটা সময় কেটে যায়। পরীক্ষা প্রায় শুরুর মুখে, এমন সময় ঈগলটি কোনও কারণে হল টিকিটটি ছেড়ে দেয়। সেটি উড়তে উড়তে নিচে এসে পড়ে। কেরালার কাসারাগোড়ের ওই স্কুলে দাঁড়িয়ে থাকা প্রার্থী পরীক্ষা শুরুর আগেই ফেরত পেয়ে যান তাঁর অ্যাডমিট কার্ড।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন