Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পর্দায় ফিরে আসছে “শক্তিমান”। একসময়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ছিল শক্তিমান। যারা ৯০ দশকে জন্মগ্রহণ করেছে তারা নিশ্চয়ই পরিচিত আর তাদের গঙ্গাধর, শক্তিমানের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিতে হবে না। আমাদের প্রজন্মের ভারতের ও সেই সময়কার শিশুদের কাছে প্রথম সুপার হিরো ছিলেন শক্তিমান। তখন সেই চ্যানেল ডিডি ন্যাশনাল যেখানে দেখানো হতো এই বিখ্যাত জনপ্রিয় ধারাবাহিক। সবাই একসাথে মন্ত্র মুগ্ধ হয়ে দেখতাম একেবারে লাট্টুর মতো ঘুর পাক খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতো ও শ্ত্রুদের মেরে হারিয়ে দিতো।
প্রসঙ্গত সেই দিন গুলো আর কখনই ফিরে আসবে না কিন্তু এবার যদি বলা যায় দিন গুলো ফিরে না আসলেও সেই সুপারহিরো শক্তিমান যদি ফিরে আসে সকলের মাঝে আবার তাহলে কেমন লাগবে? কথাটা আশ্চর্য লাগলেও সত্যি। আমাদের সেই শক্তিমান মুকেশ খান্না সংবাদ মাধ্যমের দ্বারা তিনি এই কথা জানিয়েছেন, সেখানে তিনি জানান বড় পর্দায় ফের ফিরিয়ে নিয়ে আসা হবে প্রিয় শক্তিমানকে। কিন্তু এই শক্তিমান আসবে তিনটি ভাগে, যাকে বলা হবে ট্রিলজি।
আরো পড়ুন :- মা আসছেন , উৎসবে মেতে উঠবে প্রিয় বাঙালী
আমাদের সেই শক্তিমান তখনকার সময়ে আমাদের আনন্দের সাথে অনেক কিছু শিক্ষামূলক জিনিস শিখিয়েছে। অর্থাৎ সেই সকল কথা মাথায় রেখেই এই নয়া প্রজন্মের কাছে উপহার হিসেবে তুলে ধরতে চাইছে শক্তিমানকে। এখন সব ঠিক থাকলে হয়ত ২০২১ সালে শক্তিমান ট্রিলজির প্রথম ছবি শুটিং শুরু হবে।
Highlights
1. পর্দায় ফিরে আসছে “শক্তিমান”
2. ২০২১ সালে শক্তিমান ট্রিলজির প্রথম ছবি শুটিং শুরু হবে
#শক্তিমান #শুটিং #ট্রিলজি #Series