Bangla News Dunia, Pallab : পর্যটকদের জন্য সুখবর। প্রায় পাঁচ বছর পর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে শান্তিনিকেতনে ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ সাইট তথা বিশ্বভারতীর দরজা। আপাতত ট্রায়াল হিসেবে শুধুমাত্র রবিবার এই সুযোগ পাবেন পর্যটকেরা। অফলাইন টিকিটের পাশাপাশি বিশ্বভারতী হেরিটেজ সাইট দেখতে এবার থেকে অনলাইনেও মিলবে টিকিট। জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। জুলাই মাসের শেষ থেকেই এই ট্রায়াল শুরু করার কথা ভাবছেন তাঁরা। ট্রায়াল সফল হলে নভেম্বর মাস থেকে আরও বড় পরিসরে চলবে এই কর্মকাণ্ড।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !
ঠিক কীরকম বিষয়টি? উপাচার্য জানালেন, প্রায় এক থেকে দেড় ঘণ্টার প্যাকেজ থাকবে পর্যটকদের জন্য। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, একদিনে মোটামুটি চারটি ব্যাচকে প্রবেশাধিকার দেওয়া হবে। প্যাকেজের মধ্যে থাকছে পাঠভবন, সিংহসদন, উপাসনা গৃহ, কালো বাড়ি সহ পুরো বিশ্বভারতী ক্যাম্পাস দেখার সুযোগ। শেষে থাকছে সংগীত ভবনের একটি লাইভ পারফরম্যান্স। আপাতত টিকিট মিলবে অফলাইনে। তবে ট্রায়াল সম্পূর্ণ হলে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন পর্যটকেরা এবং সেক্ষেত্রে শুধু রবিবার নয় সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই সুযোগ থাকবে পর্যটকদের জন্য। এই খবরে স্বভাবতই খুশির হাওয়া শান্তিনিকেতনে এবং অবশ্যই পর্যটক মহলে।
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা