Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন। রাজ্যের প্রত্যেক পাড়ায় তথা বুথে বুথে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প (Amader Para Amader Somadhan Government Scheme) নিয়ে রাজ্য সরকার! সরকারি তরফে জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) আগেই রাজ্যের বেকারত্বের সমস্যা ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এলাকাভিত্তিক কাজের জন্য রাজ্য সরকারের অধীনে (Government of West Bengal) এক নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প
এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় ছোটখাটো সমস্যার সমাধানের কাজ করবে সরকারি অফিসাররা। নতুন চিন্তাধারার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ তৈরি হবে। কর্মক্ষেত্র গড়ে উঠবে পাড়ার মধ্যেই। পাশাপাশি এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে সরকারের ঘরে। মিলবে উপযুক্ত সমাধানও। কী এই প্রকল্প? জানুন বিস্তারিত।
Amader Para Amader Somadhan Scheme
আমাদের পারা আমাদের সমাধান বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচলিতি বিভিন্ন সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme), বাংলার বাড়ি (Banglar Bari) এর মতো এটাও একটি সরকারি প্রকল্প (Government Scheme) চালু হয়েছে, যেখানে রাজ্যের সাধারণ মানুষ নিজের এয়াকা থেকেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। দুয়ারে সরকার ও দুয়ারে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারেই সরকারি পরিষেবা চালু করেছিলেন। এবারে সরাসরি প্রত্যেকটি এলাকায় সরকারি কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন তিনি।
প্রকল্পের উদ্দেশ্য ও সরকারি বরাদ্দ
এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পাড়ায় একটি করে রাজ্য সরকারি বুথ তৈরি করা হবে। যার জন্য এক একটি বুথ পিছু সরকার খরচ পড়বে ১০ লক্ষ টাকা। গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্প (Amader Para Amader Somadhan) ছড়িয়ে দেওয়ার জন্য খরচ হবে মোট ৮ হাজার কোটি টাকা। মূলত রাজ্যের এলাকাভিত্তিক একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই সরকারি সহায়তা কেন্দ্র। এর ফলে যেমন একই ধাক্কায় এলাকাভিত্তিক বেকারত্বের হার বেশ অনেকটা কমে যাবে, তেমনি স্থানীয় মানুষের একাধিক সমস্যার সমাধান হবে।
এলাকাভিত্তিক সমস্যার সমাধান
প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান, “ছোট ছোট পাড়ায় হয়ত একটা কলের দরকার, কোনও জায়গায় হয়ত বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে, এরকম ধরনের ছোট ছোট কাজ। হয়ত একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা করে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেম হচ্ছে, আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম। প্রধানমন্ত্রী বার বার বলেছেন আত্মনির্ভর ভারত, কিন্তু কার্যত কিছুই উন্নয়ন হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারাদেশে প্রথম। এটা এক্সট্রা পোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে তিনটি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে। মোট ৮০ হাজার বুথ আছে। একদিন করে ক্যাম্প হবে। এটি করতে ২ মাস সময় লাগবে। একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসারেরা থাকবেন। গ্রামের সমস্যা জানাতে পারেন। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কী করা সম্ভব। কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে।”
কি কি সুবিধা পাওয়া যাবে?
এই প্রকল্প দুয়ারে সরকারের মতোই নিজের এলাকায় সরকারি পরিষেবা দেওয়ার মতো প্রকল্প। এই ক্যাম্পে সরকারি আধিকারিক থাকবেন। সেখান থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে। যেমন
-
- এলাকার রাস্তাঘাট মেরামত
- এলাকার বিদ্যুতের খুটি লাইট মেরামত
- রাস্তার গর্ত, পুকরপাড় মেরামত
- স্কুল, অঙ্গনওয়াড়ি এর পরিকাঠামো
- এলাকায় পানীয় জল ও অন্য পরিষেবা
- দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পে আবেদন
- লক্ষ্মীর ভান্ডার, রেশন কার্ড, জমি মিউটেশন
কবে থেকে শুরু হবে?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে (Government of West Bengal initiative) আগামী ২ আগস্ট থেকেই শুরু হবে নয়া প্রকল্পের জয়যাত্রা। পাশাপাশি ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা গুলি পৌঁছে দেওয়া হবে শহর থেকে গ্রামেগঞ্জে। গত ২১ শে জুলাই রাজনৈতিক মঞ্চে সমাবেশের পর গতকাল সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সারা দেশের মধ্যে আবারো এই প্রকল্পের মাধ্যমে একটি নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উপসংহার
বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবারে এলাকাভিত্তিক সমস্যার সমাধানেও গোটা দেশের মধ্যে এমন অভিনব চিন্তাধার প্রথম পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মূলত যে সমস্ত সমস্যার সমাধান পঞ্চায়েত বা পৌরসভার দ্বারা সম্ভব হয় না, এই সমস্ত সমস্যাগুলি সমাধান করবেন এলাকাভিত্তিক বুথের অফিসাররা। বিধানসভা নির্বাচনের আগেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প জনগণের কতটা সমস্যার সমাধান করে জনপ্রিয় হয়ে উঠতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন:- এখন থেকে ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, তালিকাত কোন কোন দেশ ? দেখে নিন
আরও পড়ুন:- বড় উদ্যোগ কেন্দ্রের। ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনা পাবেন ৪০ হাজার টাকারও কমে।