পশ্চিমবঙ্গের নতুন OBC তালিকা ১৪০ সম্প্রদায় অন্তর্ভুক্ত, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকার সামাজিক ন্যায় ও সংরক্ষণের নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশ করেছে নতুন Other Backward Classes (OBC) তালিকা ২০২৫। এই তালিকায় মোট ১৪০টি সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছে। তালিকার সম্প্রসারণের ফলে রাজ্যের বহু সম্প্রদায় এবার উচ্চ শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা পাবে। এই প্রতিবেদন থেকে জেনে নিন নতুন তালিকার বিস্তারিত দিকগুলি।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

নতুন তালিকায় কতগুলি সম্প্রদায় রয়েছে?

নতুন OBC তালিকায় মোট ১৪০টি সম্প্রদায় স্থান পেয়েছে। এগুলি দু’টি ভাগে বিভক্ত—

শ্রেণী অন্তর্ভুক্ত সম্প্রদায়ের সংখ্যা
More Backward (A) ৪৯ টি
Backward (B) ৯১ টি

এই ভাগ করা হয়েছে সম্প্রদায়গুলির আর্থ-সামাজিক ও শিক্ষাগত অবস্থার ভিত্তিতে।

সম্প্রতি সংযোজিত সম্প্রদায়গুলির নাম

নতুন তালিকায় এমন অনেক সম্প্রদায় রয়েছে যাদের এবার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ—

🔸 মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নতুন নামসমূহ:

  • Sekh/Seikh
  • Khan (Muslim)
  • Muslim Molla

🔸 হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নতুন নামসমূহ:

এই সম্প্রদায়গুলো পূর্বে তালিকাভুক্ত ছিল না। ফলে এবার তারাও সরকারি সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত হবে।

শ্রেণিবিন্যাস: দুই ধরনের ভাগ

রাজ্য সরকার সম্প্রদায়গুলিকে দুইটি শ্রেণিতে ভাগ করেছে—

১) More Backward (Category A):

এই শ্রেণিতে এমন সম্প্রদায় রয়েছে যারা বিভিন্ন জরিপে আর্থ-সামাজিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে। যেমন:

✔ Napit
✔ Yogi
✔ Nashya Sekh
✔ Muslim Molla
✔ Patidar

২) Backward (Category B):

এই শ্রেণিতে এমন সম্প্রদায় রয়েছে যারা তুলনামূলক ভাবে কিছুটা উন্নত হলেও সরকারি সংরক্ষণের যোগ্য। যেমন:

✔ Kurmi
✔ Teli
✔ Malakar
✔ Sadgope
✔ Kapali
✔ Barujibi

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন