Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকার সামাজিক ন্যায় ও সংরক্ষণের নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশ করেছে নতুন Other Backward Classes (OBC) তালিকা ২০২৫। এই তালিকায় মোট ১৪০টি সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছে। তালিকার সম্প্রসারণের ফলে রাজ্যের বহু সম্প্রদায় এবার উচ্চ শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা পাবে। এই প্রতিবেদন থেকে জেনে নিন নতুন তালিকার বিস্তারিত দিকগুলি।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
নতুন তালিকায় কতগুলি সম্প্রদায় রয়েছে?
নতুন OBC তালিকায় মোট ১৪০টি সম্প্রদায় স্থান পেয়েছে। এগুলি দু’টি ভাগে বিভক্ত—
শ্রেণী | অন্তর্ভুক্ত সম্প্রদায়ের সংখ্যা |
---|---|
More Backward (A) | ৪৯ টি |
Backward (B) | ৯১ টি |
এই ভাগ করা হয়েছে সম্প্রদায়গুলির আর্থ-সামাজিক ও শিক্ষাগত অবস্থার ভিত্তিতে।
সম্প্রতি সংযোজিত সম্প্রদায়গুলির নাম
নতুন তালিকায় এমন অনেক সম্প্রদায় রয়েছে যাদের এবার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ—
🔸 মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নতুন নামসমূহ:
- Sekh/Seikh
- Khan (Muslim)
- Muslim Molla
🔸 হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নতুন নামসমূহ:
এই সম্প্রদায়গুলো পূর্বে তালিকাভুক্ত ছিল না। ফলে এবার তারাও সরকারি সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত হবে।
শ্রেণিবিন্যাস: দুই ধরনের ভাগ
রাজ্য সরকার সম্প্রদায়গুলিকে দুইটি শ্রেণিতে ভাগ করেছে—
১) More Backward (Category A):
এই শ্রেণিতে এমন সম্প্রদায় রয়েছে যারা বিভিন্ন জরিপে আর্থ-সামাজিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে। যেমন:
✔ Napit
✔ Yogi
✔ Nashya Sekh
✔ Muslim Molla
✔ Patidar
২) Backward (Category B):
এই শ্রেণিতে এমন সম্প্রদায় রয়েছে যারা তুলনামূলক ভাবে কিছুটা উন্নত হলেও সরকারি সংরক্ষণের যোগ্য। যেমন:
✔ Kurmi
✔ Teli
✔ Malakar
✔ Sadgope
✔ Kapali
✔ Barujibi
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর