Bangla News Dunia, Pallab : অবশেষে জানানো হলো বিশেষ বার্তা। পশ্চিমবঙ্গ রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে আসছে বড় রকমের পরিবর্তন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে আন্দামান সাগরে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে উঠছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। তাই সতর্কবার্তা জারি করে সতর্ক থাকার কথা বলা হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা, ধেয়ে আসবে প্রচুর বেগে ঝড়-বৃষ্টি।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা গুলোতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা গুলোতে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে। এসব এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। কৃষকদেরও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তরের বিশেষ করে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দীর্ঘদিন ধরে কোন বৃষ্টিপাত নেই অবশেষে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে বলে বিক্ষিপ্ত অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। বিশেষ করে পাহাড়ি এলাকায় মাটিধসের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।
সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্রে উত্তাল ঢেউ ও স্রোতের কারণে ছোট নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় এলাকার জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানী কলকাতায় তাপমাত্রা সামান্য কমলেও এখনই বৃষ্টির কোনো আভাস নেই। তবে আগামী সপ্তাহের শুরুতে শহরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।